আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৬৭৬
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হালাল উপার্জন ও হালাল ভক্ষণের প্রতি উৎসাহ দান এবং হারাম উপার্জন, হারাম ভক্ষণ ও হারাম পরিধান ইত্যাদির বেলায় সতর্কবাণী
২৬৭৬. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে ব্যক্তি দশ দিরহাম দিয়ে একটি কাপড় ক্রয় করল আর এতে একটি হারাম দিরহামের সংমিশ্রণ ছিল, যতক্ষণ এ কাপড় তার গায়ে থাকবে, মহান আল্লাহ তার কোন সালাত কবুল করবেন না। বর্ণনাকারী বলেনঃ তারপর ইবন উমর তাঁর দুটি আঙ্গুল দু'কানে ঢুকিয়ে দিয়ে বললেনঃ এগুলো বধির হয়ে যাক, যদি আমি নবী করীম (ﷺ) -কে একথা বলতে না শুনে থাকি।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي طلب الْحَلَال وَالْأكل مِنْهُ والترهيب من اكْتِسَاب الْحَرَام وَأكله ولبسه وَنَحْو ذَلِك
2676- وَرُوِيَ عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ من اشْترى ثوبا بِعشْرَة دَرَاهِم وَفِيه دِرْهَم من حرَام لم يقبل الله عز وَجل لَهُ صَلَاة مَا دَامَ عَلَيْهِ قَالَ ثمَّ أَدخل أصبعيه فِي أُذُنَيْهِ ثمَّ قَالَ صمتا إِن لم يكن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم سمعته يَقُوله

رَوَاهُ أَحْمد
tahqiqতাহকীক:তাহকীক চলমান