আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৬৭৪
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হালাল উপার্জন ও হালাল ভক্ষণের প্রতি উৎসাহ দান এবং হারাম উপার্জন, হারাম ভক্ষণ ও হারাম পরিধান ইত্যাদির বেলায় সতর্কবাণী
২৬৭৪. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এ আয়াতটি তিলাওয়াত করা হলঃ 'হে মানবমণ্ডলী। পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু সামগ্রী ভক্ষণ কর। (২ঃ১৬৮) তখন সা'দ ইবন আবু ওয়াক্কাস (রা) দাঁড়িয়ে বললেনঃ ইয়া রাসুলাল্লাহ। আপনি দু'আ করুন, আল্লাহ যেন আমাকে মকবুল দু'আর অধিকারী বানিয়ে নেন। নবী করীম (ﷺ) তাঁকে বললেনঃ হে সা'দা তোমার আহারকে পবিত্র রাখ, আল্লাহ তোমার দু'আ কবুল করবেন। ঐ সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের জীবন, বান্দা একটি হারাম গ্রাস তার উদরে পুরে দেয়, যার কারণে চল্লিশ দিন পর্যন্ত তার কোন নেক আমল কবুল করা হয় না। আর যে বান্দার মাংস হারাম খাদ্য থেকে উৎপন্ন হয়েছে, জাহান্নামই তার অধিক উপযোগী।
(হাদীসটি তাবারানী তাঁর 'সগীর' নামক গ্রন্থে বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي طلب الْحَلَال وَالْأكل مِنْهُ والترهيب من اكْتِسَاب الْحَرَام وَأكله ولبسه وَنَحْو ذَلِك
2674- وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ تليت هَذِه الْآيَة عِنْد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَا أَيهَا النَّاس كلوا مِمَّا فِي الأَرْض حَلَالا طيبا الْبَقَرَة 861
فَقَامَ سعد بن أبي وَقاص رَضِي الله عَنهُ فَقَالَ يَا رَسُول الله ادْع الله أَن يَجْعَلنِي مستجاب الدعْوَة فَقَالَ لَهُ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَا سعد أطب مطعمك تكن مستجاب الدعْوَة وَالَّذِي نفس مُحَمَّد بِيَدِهِ إِن العَبْد
ليقذف اللُّقْمَة الْحَرَام فِي جَوْفه مَا يتَقَبَّل مِنْهُ عمل أَرْبَعِينَ يَوْمًا وَأَيّمَا عبد نبت لَحْمه من سحت فَالنَّار أولى بِهِ

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير
tahqiqতাহকীক:তাহকীক চলমান