আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৬৭৩
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হালাল উপার্জন ও হালাল ভক্ষণের প্রতি উৎসাহ দান এবং হারাম উপার্জন, হারাম ভক্ষণ ও হারাম পরিধান ইত্যাদির বেলায় সতর্কবাণী
২৬৭৩. নসীহ আন্সী সূত্রে রাক্ব মিসরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ধন্য সেই ব্যক্তি, যার উপার্জন পবিত্র, অন্তর পরিচ্ছন্ন, বাহ্যিক অবস্থা সুন্দর এবং যে মানুষকে নিজের অনিষ্ট থেকে দূরে রাখে। ধন্য সে ব্যক্তি, যে নিজের ইলম অনুযায়ী আমল করে, নিজের অতিরিক্ত সম্পদ বিলিয়ে দেয় এবং অনর্থক কথা বলা থেকে বিরত থাকে।
(হাদীসটি তাবারানী একটি দীর্ঘ হাদীসের আলোচনায় উল্লেখ করেছেন। ইনশা আল্লাহ 'বিনয়' অনুচ্ছেদে পূর্ণ হাদীসটি আসবে।)
(হাদীসটি তাবারানী একটি দীর্ঘ হাদীসের আলোচনায় উল্লেখ করেছেন। ইনশা আল্লাহ 'বিনয়' অনুচ্ছেদে পূর্ণ হাদীসটি আসবে।)
كتاب البيوع
التَّرْغِيب فِي طلب الْحَلَال وَالْأكل مِنْهُ والترهيب من اكْتِسَاب الْحَرَام وَأكله ولبسه وَنَحْو ذَلِك
2673- وَعَن نصيح الْعَنسِي عَن ركب الْمصْرِيّ رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم طُوبَى لمن طَابَ كَسبه وصلحت سَرِيرَته وكرمت عَلَانِيَته وعزل عَن النَّاس شَره طُوبَى لمن عمل بِعِلْمِهِ وَأنْفق الْفضل من مَاله وَأمْسك الْفضل من قَوْله
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي حَدِيث يَأْتِي بِتَمَامِهِ فِي التَّوَاضُع إِن شَاءَ الله
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي حَدِيث يَأْتِي بِتَمَامِهِ فِي التَّوَاضُع إِن شَاءَ الله