আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৫৯৯
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
সর্বদা বেশি করে নবী করীম (ﷺ) -এর প্রতি দরূদ পাঠের ব্যাপারে উৎসাহ দান ও তাঁর আলোচনার সময় যে ব্যক্তি দরূদ পাঠ করে না, তার সম্পর্কে সতর্কবাণী
২৫৯৯. হযরত আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ প্রত্যেক দু'আ পর্দায় আবৃত থাকে, যে পর্যন্ত না মুহাম্মদ (ﷺ) -এর উপর দরূদ পাঠ করা হয়।
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাতে' মাওকুফরূপে বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। অনেকে এ হাদীসটিকে মারফুরূপেও বর্ণনা করেছেন, তবে মাওকুফরূপেই হাদীসটি অধিকতর বিশুদ্ধ।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي إكثار الصَّلَاة على النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم والترهيب من تَركهَا عِنْد ذكره صلى الله عَلَيْهِ وَسلم كثيرا دَائِما
2599- وَعَن عَليّ رَضِي الله عَنهُ قَالَ كل دُعَاء مَحْجُوب حَتَّى يصلى على مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط مَوْقُوفا وَرُوَاته ثِقَات وَرَفعه بَعضهم وَالْمَوْقُوف أصح
tahqiqতাহকীক:তাহকীক চলমান