আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৬০০
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
সর্বদা বেশি করে নবী করীম (ﷺ) -এর প্রতি দরূদ পাঠের ব্যাপারে উৎসাহ দান ও তাঁর আলোচনার সময় যে ব্যক্তি দরূদ পাঠ করে না, তার সম্পর্কে সতর্কবাণী
২৬০০. তিরমিযী এ হাদীসটি আবু বকর কুররা আসাদী সূত্রে সাঈদ ইবনুল মুসায়্যাব-এর বরাতে হযরত উমর ইবনুল খাত্তাব (রা) থেকে মাওকূফরূপে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেনঃ নিশ্চয়ই দু'আ আসমান ও যমীনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে, এর কোন অংশই উপরের দিকে উত্থিত হয় না, যে পর্যন্ত না তুমি তোমার নবী মুহাম্মদ (ﷺ) -এর উপর দরূদ পাঠ কর।
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي إكثار الصَّلَاة على النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم والترهيب من تَركهَا عِنْد ذكره صلى الله عَلَيْهِ وَسلم كثيرا دَائِما
2600- وَرَوَاهُ التِّرْمِذِيّ عَن أبي قُرَّة الْأَسدي عَن سعيد بن الْمسيب عَن عمر بن الْخطاب مَوْقُوفا قَالَ إِن الدُّعَاء مَوْقُوف بَين السَّمَاء وَالْأَرْض لَا يصعد مِنْهُ شَيْء حَتَّى تصلي على نبيك صلى الله عَلَيْهِ وَسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান