আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৫০৬
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
সালাতরত অবস্থায় বা অন্য সময়ে কারো অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি হলে বিশেষ দু'আ পাঠের প্রতি উৎসাহ দান
২৫০৬. হযরত উসমান ইবনুল আস (রা) থেকে বর্ণিত যে, তিনি নবী করীম (ﷺ) -এর নিকট এসে বলেছিলেনঃ ইয়া রাসূলাল্লাহ! শয়তান আমার ও আমার সালাতের মধ্যে এবং কিরাআত পাঠের মধ্যে প্রতিবন্ধকতা ও সন্দেহ সৃষ্টি করে দেয়। রাসূলুল্লাহ বললেন, এটি হল খিনুযাব নামক শয়তান। অতএব যখন তুমি তার উপস্থিতি আঁচ করবে, তখন 'আউযুবিল্লাহ' পাঠ করবে এবং বামদিকে তিনবার থুথু নিক্ষেপ করবে। উসমান বলেনঃ আমি এমন করলাম আর আল্লাহ্ আমার এ অবস্থাটি দূর করে দিলেন।
(হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِيمَا يَقُوله من حصلت لَهُ وَسْوَسَة فِي الصَّلَاة وَغَيرهَا
2506- وَعَن عُثْمَان بن العَاصِي رَضِي الله عَنهُ أَنه أَتَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله إِن الشَّيْطَان قد حَال بيني وَبَين صَلَاتي وقراءتي يلبسهَا عَليّ فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ذَاك شَيْطَان يُقَال لَهُ خنزب فَإِذا أحسسته فتعوذ بِاللَّه واتفل عَن يسارك
قَالَ فَفعلت ذَلِك فأذهبه الله عني

رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান