আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৫০৫
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
সালাতরত অবস্থায় বা অন্য সময়ে কারো অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি হলে বিশেষ দু'আ পাঠের প্রতি উৎসাহ দান
২৫০৫. আবু যুমায়ল সিমাক ইবনুল ওলীদ (র) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি হযরত ইবন আব্বাস (রা)-কে জিজ্ঞেস করলাম, এটি, কি জিনিস, যা আমি অন্তরে অনুভব করি? তিনি বললেন, এটি কি? আমি বললাম,, আল্লাহর শপথ! আমি এটি মুখেই আনতে পারব না। তখন ইবন আব্বাস (রা) আমাকে বললেনঃ সংশয় জাতীয় কোন জিনিস? এ বলে ইবন আব্বাস হাসলেন এবং বললেনঃ এ থেকে কেউ রেহাই পায়নি। পরিশেষে মহান আল্লাহ এ আয়াতটি নাযিল করলেনঃ "সুতরাং তুমি যদি সে বস্তু সম্পর্কে কোন সন্দেহের সম্মুখীন হয়ে থাক, যা আমি তোমার প্রতি নাযিল করেছি, তবে তাদেরকে জিজ্ঞেস করো, যারা তোমার পূর্ব থেকে কিতাব পাঠ করছে। এতে কোন সন্দেহ নেই যে, তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার নিকট সত্য বিষয় এসেছে। অতএব তুমি কখনো সন্দেহকারী হয়ো না।" (১০ঃ ৯৪)
তারপর তিনি বললেন, তোমার মনে যখন এমন কিছু সৃষ্টি হয়, তখন বলে দিওঃ তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশমান ও অপ্রকাশমান এবং তিনি সব বিষয়ে সম্যক পরিজ্ঞাত।
(হাদীসটি আবূ দাউদ বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِيمَا يَقُوله من حصلت لَهُ وَسْوَسَة فِي الصَّلَاة وَغَيرهَا
2505- وَعَن أبي زميل سماك بن الْوَلِيد رَضِي الله عَنهُ قَالَ سَأَلت ابْن عَبَّاس فَقلت مَا شَيْء أَجِدهُ فِي صَدْرِي
قَالَ مَا هُوَ قلت وَالله لَا أَتكَلّم بِهِ
قَالَ فَقَالَ لي أَشَيْء من شكّ قَالَ وَضحك قَالَ مَا نجا من ذَلِك أحد
قَالَ حَتَّى أنزل الله عز وَجل فَإِن كنت فِي شكّ مِمَّا أنزلنَا إِلَيْك فاسأل الَّذين يقرؤون الْكتاب من قبلك لقد جَاءَك الْحق من رَبك فَلَا تكونن من الممترين الْبَقَرَة 741
قَالَ فَقَالَ لي إِذا وجدت فِي نَفسك شَيْئا فَقل هُوَ الأول وَالْآخر وَالظَّاهِر وَالْبَاطِن وَهُوَ بِكُل شَيْء عليم

رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান