আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৫০৪
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
সালাতরত অবস্থায় বা অন্য সময়ে কারো অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি হলে বিশেষ দু'আ পাঠের প্রতি উৎসাহ দান
২৫০৪. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ শয়তান তোমাদের কারো নিকট এসে বলতে থাকে। এ জিনিসটি কে সৃষ্টি করেছেন? এ জিনিসটি কে সৃষ্টি করেছেন? এমনকি সে বলে উঠেঃ তোমার রবকে কে সৃষ্টি করেছেন? অতএব তোমাদের কেউ যখন এমন অবস্থার সম্মুখীন হয়, তখন সে যেন 'আউযুবিল্লাহ' পাঠ করে নেয় এবং এ খেয়াল থেকে ফিরে আসে।
(হাদীসটি বুখারী, মুসলিম, আবু দাউদ ও নাসাঈ বর্ণনা করেছেন।
মুসলিমের অপর এক বর্ণনায় "امنت بالله ورسوله পড়তে বলা হয়েছে।
আবু দাউদ ও নাসাঈর এক বর্ণনায় বলা হয়েছেঃ তোমরা তখন বলে দাওঃ আল্লাহ্ এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকে কেউ জন্ম দেয়নি আর তাঁর সমতুল্য কেউ নেই। তারপর বামদিকে তিনবার থুথু নিক্ষেপ করবে এবং শয়তান থেকে পানাহ চাইবে।
নাসাঈর এক বর্ণনায়ঃ শয়তান ও তার ফিৎনা থেকে আশ্রয় প্রার্থনা করবে।)
(হাদীসটি বুখারী, মুসলিম, আবু দাউদ ও নাসাঈ বর্ণনা করেছেন।
মুসলিমের অপর এক বর্ণনায় "امنت بالله ورسوله পড়তে বলা হয়েছে।
আবু দাউদ ও নাসাঈর এক বর্ণনায় বলা হয়েছেঃ তোমরা তখন বলে দাওঃ আল্লাহ্ এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকে কেউ জন্ম দেয়নি আর তাঁর সমতুল্য কেউ নেই। তারপর বামদিকে তিনবার থুথু নিক্ষেপ করবে এবং শয়তান থেকে পানাহ চাইবে।
নাসাঈর এক বর্ণনায়ঃ শয়তান ও তার ফিৎনা থেকে আশ্রয় প্রার্থনা করবে।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِيمَا يَقُوله من حصلت لَهُ وَسْوَسَة فِي الصَّلَاة وَغَيرهَا
2504- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَأْتِي الشَّيْطَان أحدكُم فَيَقُول من خلق كَذَا من خلق كَذَا حَتَّى يَقُول من خلق رَبك فَإِذا بلغه فليستعذ بِاللَّه ولينته
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
وَفِي رِوَايَة لمُسلم فَلْيقل آمَنت بِاللَّه وَرَسُوله
وَفِي رِوَايَة لابي دَاوُد وَالنَّسَائِيّ فَقولُوا الله أحد الله الصَّمد لم يلد وَلم يُولد وَلم يكن لَهُ كفوا أحد ثمَّ ليتفل عَن يسَاره ثَلَاثًا وليستعذ بِاللَّه من الشَّيْطَان
وَفِي رِوَايَة للنسائي فليستعذ بِاللَّه مِنْهُ وَمن فتنه
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
وَفِي رِوَايَة لمُسلم فَلْيقل آمَنت بِاللَّه وَرَسُوله
وَفِي رِوَايَة لابي دَاوُد وَالنَّسَائِيّ فَقولُوا الله أحد الله الصَّمد لم يلد وَلم يُولد وَلم يكن لَهُ كفوا أحد ثمَّ ليتفل عَن يسَاره ثَلَاثًا وليستعذ بِاللَّه من الشَّيْطَان
وَفِي رِوَايَة للنسائي فليستعذ بِاللَّه مِنْهُ وَمن فتنه