আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৫০৩
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
সালাতরত অবস্থায় বা অন্য সময়ে কারো অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি হলে বিশেষ দু'আ পাঠের প্রতি উৎসাহ দান
২৫০৩. হযরত উসমান ইবন আফফান (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আকাঙ্ক্ষা করেছিলাম যে, শয়তানের কুমন্ত্রণা থেকে কিসে রক্ষা পাওয়া যায়, এ বিষয়টি যদি আমি রাসুলুল্লাহ (ﷺ) -এর নিকট জিজ্ঞাসা করতে পারতাম! হযরত আবু বকর (রা) তখন বললেন, আমি এ ব্যাপারে রাসূলুল্লাহ্ (ﷺ) -কে জিজ্ঞাস করেছিলাম। তিনি তখন বলেছিলেন। আমার চাচাকে (আবু তালিব) যে কথাটি বলতে আমি অনুরোধ করেছিলাম আর তিনি তা কোনমতেই বলেননি, সে কথাটিই তোমাদের মনের ওয়াসওয়াসাকে দূর করতে পারে।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। এর সনদটি খুবই সুন্দর। আবদুর রহমান ইবন মু'আবিয়া আবুল খুয়ায়রিসকে ইবন হিব্বান নির্ভরযোগ্য রাবী বলে বর্ণনা করেছেন। তাছাড়া এর পোষকতায় আরও অনেক বর্ণনা রয়েছে।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِيمَا يَقُوله من حصلت لَهُ وَسْوَسَة فِي الصَّلَاة وَغَيرهَا
2503- وَعَن عُثْمَان بن عَفَّان رَضِي الله عَنهُ قَالَ تمنيت أَن أكون سَأَلت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَاذَا ينجينا مِمَّا يلقِي الشَّيْطَان من أَنْفُسنَا فَقَالَ أَبُو بكر رَضِي الله عَنهُ قد سَأَلته عَن ذَلِك فَقَالَ ينجيكم مِنْهُ مَا أمرت بِهِ عمي أَن يَقُوله فَلم يقلهُ

رَوَاهُ أَحْمد وَإِسْنَاده جيد حسن
وَعبد الرَّحْمَن بن مُعَاوِيَة أَبُو الْحُوَيْرِث وَثَّقَهُ ابْن حبَان وَله شَوَاهِد
tahqiqতাহকীক:তাহকীক চলমান