আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৫০২
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
সালাতরত অবস্থায় বা অন্য সময়ে কারো অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি হলে বিশেষ দু'আ পাঠের প্রতি উৎসাহ দান
২৫০২. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমাদের কারো কাছে শয়তান এসে বলে থাকেঃ তোমাকে কে সৃষ্টি করেছে? সে বলে আল্লাহ্! তখন শয়তান বলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? অতএব তোমাদের কেউ যখন এ অবস্থার সম্মুখীন হয়, তখন যেন সে বলেঃ امنت بالله ورسوله এমনটি করলে তা দূর হয়ে যাবে।
(হাদীসটি আহমদ উত্তম সনদে এবং আবু ইয়ালা ও বাযযার বর্ণনা করেছেন। তাবারানী এটি তাঁর 'কবীর' ও 'আওসাতে' হযরত আব্দুল্লাহ্ ইবন আমর (রা) থেকে বর্ণনা করেছেন। আহমদ এটি খুযায়মা ইবন সাবিত থেকেও বর্ণনা করেছেন। যিক্র অনুচ্ছেদে ইতোপূর্বেও হারিস আশআরীর হাদীসটি এসেছে যেখানে বলা হয়েছেঃ আমি তোমাদেরকে অধিক পরিমাণে যিক্র করার নির্দেশ দিচ্ছি। আর এর উদাহরণ হল ঐ ব্যক্তির মত, যাকে দ্রুত শত্রু ধাওয়া করেছে আর এসে কোন দুর্গে আশ্রয় গ্রহণ করে নিজেকে সুরক্ষিত করে নিয়েছে। অনুরূপভাবে কোন বান্দা শয়তান থেকে রক্ষা পায় না; তবে আল্লাহর যিকরের দ্বারা সে রক্ষা পেতে পারে। এ হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং সহীহ বলে মন্তব্য করেছেন। ইবন খুযায়মা এবং ইবন হিব্বান প্রমুখও এটি বর্ণনা করেছেন।)
(হাদীসটি আহমদ উত্তম সনদে এবং আবু ইয়ালা ও বাযযার বর্ণনা করেছেন। তাবারানী এটি তাঁর 'কবীর' ও 'আওসাতে' হযরত আব্দুল্লাহ্ ইবন আমর (রা) থেকে বর্ণনা করেছেন। আহমদ এটি খুযায়মা ইবন সাবিত থেকেও বর্ণনা করেছেন। যিক্র অনুচ্ছেদে ইতোপূর্বেও হারিস আশআরীর হাদীসটি এসেছে যেখানে বলা হয়েছেঃ আমি তোমাদেরকে অধিক পরিমাণে যিক্র করার নির্দেশ দিচ্ছি। আর এর উদাহরণ হল ঐ ব্যক্তির মত, যাকে দ্রুত শত্রু ধাওয়া করেছে আর এসে কোন দুর্গে আশ্রয় গ্রহণ করে নিজেকে সুরক্ষিত করে নিয়েছে। অনুরূপভাবে কোন বান্দা শয়তান থেকে রক্ষা পায় না; তবে আল্লাহর যিকরের দ্বারা সে রক্ষা পেতে পারে। এ হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং সহীহ বলে মন্তব্য করেছেন। ইবন খুযায়মা এবং ইবন হিব্বান প্রমুখও এটি বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِيمَا يَقُوله من حصلت لَهُ وَسْوَسَة فِي الصَّلَاة وَغَيرهَا
2502- عَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن أحدكُم يَأْتِيهِ الشَّيْطَان فَيَقُول من خلقك فَيَقُول الله فَيَقُول من خلق الله فَإِذا وجد ذَلِك أحدكُم فَلْيقل آمَنت بِاللَّه وَرَسُوله فَإِن ذَلِك يذهب عَنهُ
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد وَأَبُو يعلى وَالْبَزَّار وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط من حَدِيث عبد الله بن عَمْرو
وَرَوَاهُ أَحْمد أَيْضا من حَدِيث خُزَيْمَة بن ثَابت رَضِي الله عَنهُ وَتقدم فِي الذّكر وَغَيره حَدِيث الْحَارِث الْأَشْعَرِيّ وَفِيه وآمركم بِذكر الله كثيرا وَمثل ذَلِك كَمثل رجل طلبه الْعَدو سرَاعًا فِي أَثَره حَتَّى أَتَى حصنا حصينا فأحرز نَفسه فِيهِ وَكَذَلِكَ العَبْد لَا ينجو من
الشَّيْطَان إِلَّا بِذكر الله
رَوَاهُ التِّرْمِذِيّ وَصَححهُ وَابْن خُزَيْمَة وَابْن حبَان وَغَيرهمَا
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد وَأَبُو يعلى وَالْبَزَّار وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط من حَدِيث عبد الله بن عَمْرو
وَرَوَاهُ أَحْمد أَيْضا من حَدِيث خُزَيْمَة بن ثَابت رَضِي الله عَنهُ وَتقدم فِي الذّكر وَغَيره حَدِيث الْحَارِث الْأَشْعَرِيّ وَفِيه وآمركم بِذكر الله كثيرا وَمثل ذَلِك كَمثل رجل طلبه الْعَدو سرَاعًا فِي أَثَره حَتَّى أَتَى حصنا حصينا فأحرز نَفسه فِيهِ وَكَذَلِكَ العَبْد لَا ينجو من
الشَّيْطَان إِلَّا بِذكر الله
رَوَاهُ التِّرْمِذِيّ وَصَححهُ وَابْن خُزَيْمَة وَابْن حبَان وَغَيرهمَا