আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৫০১
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
ঘর থেকে মসজিদের দিকে অথবা অন্য কোথাও রওয়ানা হবার সময় এবং সেখানে প্রবেশের
সময় দু'আ পাঠে উৎসাহ দান
২৫০১. হযরত আবূ উমামা (রা) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত যে, তিনি বলেছেনঃ তিন ব্যক্তির দায়িত্ব মহান আল্লাহর উপর। ঐ ব্যক্তি, যে মহান আল্লাহর পথে জিহাদে বের হয়েছে, তার দায়িত্ব আল্লাহর উপর, যে পর্যন্ত না তিনি তাকে মৃত্যু দিয়ে তার অর্জিত পুণ্য ও গণীমতসহ জান্নাতে দাখিল করবেন। দ্বিতীয় ঐ ব্যক্তি যে মসজিদের দিকে বেরিয়ে গেছে, তার দায়িত্বও আল্লাহর উপর, যে পর্যন্ত না আল্লাহ তাকে মৃত্যু দিয়ে জান্নাতে দাখিল করবেন অথবা পূণ্য ও গণীমতসহ ফিরিয়ে আনবেন। তৃতীয় ঐ ব্যক্তি, যে নিজের বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করে, সেও মহান আল্লাহর দায়িত্বে থাকে।
(হাদীসটি আবু দাউদ এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। ইবন হিব্বানের ভাষ্যটি হলঃ তিন ব্যক্তি আল্লাহর দায়িত্বে থাকে। তারা যদি বেঁচে থাকে, তাহলে তাদেরকে জীবিকা প্রদান করা হয় এবং তাদের যাবতীয় কাজ সম্পাদন করে দেয়া হয়। আর যদি মারা যায়, তবে তারা জান্নাতে প্রবেশ করে। ঐ ব্যক্তি, যে সালাম দিয়ে ঘরে প্রবেশ করে, সে আল্লাহর দায়িত্বে থাকে। তারপর আনুপূর্বিক হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِيمَا يَقُول إِذا خرج من بَيته إِلَى الْمَسْجِد وَغَيره وَإِذا دخلهما
2501- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ثَلَاثَة كلهم ضَامِن على الله عز وَجل رجل خرج غازيا فِي سَبِيل الله عز وَجل فَهُوَ ضَامِن على الله حَتَّى يتوفاه فيدخله الْجنَّة بِمَا نَالَ من أجر أَو غنيمَة وَرجل رَاح إِلَى الْمَسْجِد فَهُوَ ضَامِن على الله حَتَّى يتوفاه فيدخله الْجنَّة أَو يردهُ بِمَا نَالَ من أجر أَو غنيمَة وَرجل دخل بَيته بِسَلام فَهُوَ ضَامِن على الله عز وَجل

رَوَاهُ أَبُو دَاوُد وَابْن حبَان فِي صَحِيحه
وَلَفظه قَالَ ثَلَاثَة كلهم ضَامِن على الله إِن عَاشَ رزق وكفي وَإِن مَاتَ دخل الْجنَّة رجل دخل بَيته بِسَلام فَهُوَ ضَامِن على الله
فَذكر الحَدِيث
tahqiqতাহকীক:তাহকীক চলমান