আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৪৯৫
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
ঘর থেকে মসজিদের দিকে অথবা অন্য কোথাও রওয়ানা হবার সময় এবং সেখানে প্রবেশের
সময় দু'আ পাঠে উৎসাহ দান
২৪৯৫. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে বলতে শুনেছি যে, যে ব্যক্তি সালাতের উদ্দেশ্যে নিজ ঘর থেকে বের হওয়ার সময় বলেঃ
اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِحَقِّ السَّائِلِينَ عَلَيْكَ، وَأَسْأَلُكَ بِحَقِّ مَمْشَايَ هَذَا، فَإِنِّي لَمْ أَخْرُجْ أَشَرًا، وَلاَ بَطَرًا، وَلاَ رِيَاءً، وَلاَ سُمْعَةً، وَخَرَجْتُ اتِّقَاءَ سُخْطِكَ، وَابْتِغَاءَ مَرْضَاتِكَ، فَأَسْأَلُكَ أَنْ تُعِيذَنِي مِنَ النَّارِ، وَأَنْ تَغْفِرَ لِي ذُنُوبِي، إِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ
"হে আল্লাহ। আমি প্রার্থনাকারীদের অধিকার সূত্রে তোমার নিকট প্রার্থনা করছি এবং আমি যে তোমার দিকে রওয়ানা হয়ে আসছি এ সূত্রেও প্রার্থনা করছি। তুমি অবশ্যই জান যে, আমাকে কোন পাপ, কোন প্রকার অহংকার, কোন ধরনের খ্যাতির আশা এবং লোক দেখানোর মনোবৃত্তি ঘর থেকে বের করে নিয়ে আসেনি। আমি কেবল গুনাহর ভয়ে এবং এ থেকে পলায়নের উদ্দেশ্যে বেরিয়ে এসেছি। তোমার রহমতের আশায় এবং আযাবের ভয়ে আমি ঘর ছেড়েছি। তোমার ক্রোধ থেকে বাঁচার জন্য এবং তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমি ঘর থেকে বেরিয়ে এসেছি। আমি তোমার নিকট প্রার্থনা করছি যে, তুমি আপন দয়ার দ্বারা আমাকে জাহান্নাম থেকে উদ্ধার করবে।"
আল্লাহ তার পক্ষে ক্ষমা প্রার্থনার জন্য সত্তর হাজার ফিরিশতা মোতায়েন করে দেন এবং সালাত শেষ না করা পর্যন্ত আল্লাহ তার প্রতি তাঁর রহমতের দৃষ্টি নিবদ্ধ রাখেন।
হাদীসটি রযীন বর্ণনা করেছেন। তবে হাদীসের মূল গ্রন্থসমূহে আমি এটি দেখিনি। কেবল ইবন মাজাহ এটি একটি দুর্বল সনদে বর্ণনা করেছেন। অবশ্য আমার উস্তাদ আবুল হাসান (র) হাদীসটির ব্যাপারে ভাল মন্তব্য করেছেন। শব্দমালা হলঃ
আমি রাসূলুল্লাহ প্রায় কে বলতে শুনেছি যে, যে ব্যক্তি সালাতের উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়ার সময় বলেঃ
اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِحَقِّ السَّائِلِينَ عَلَيْكَ، وَأَسْأَلُكَ بِحَقِّ مَمْشَايَ هَذَا، فَإِنِّي لَمْ أَخْرُجْ أَشَرًا، وَلاَ بَطَرًا، وَلاَ رِيَاءً، وَلاَ سُمْعَةً، وَخَرَجْتُ اتِّقَاءَ سُخْطِكَ، وَابْتِغَاءَ مَرْضَاتِكَ، فَأَسْأَلُكَ أَنْ تُعِيذَنِي مِنَ النَّارِ، وَأَنْ تَغْفِرَ لِي ذُنُوبِي، إِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ
"হে আল্লাহ্। প্রার্থনাকারীদের অধিকার সূত্রে এবং আমার এ পথ চলার অধিকার সূত্রে তোমার কাছে আমি প্রার্থনা করছি। কেননা আমি কোন পাপের উদ্দেশ্যে, অহংকার প্রদর্শনের জন্য, লোক দেখানোর জন্য এবং সুখ্যাতি লাভের আশায় ঘর থেকে বের হয়ে আসিনি; বরং আমি তোমার ক্রোধ থেকে বাঁচার জন্য এবং তোমার সন্তুষ্টি লাভের জন্য বেরিয়ে এসেছি। আমি তোমার কাছে প্রার্থনা জানাচ্ছি যে, তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা কর এবং আমার গুনাহ মাফ করে দাও। তুমি ছাড়া আর কেউ গুনাহ মাফ করতে পারে না।"
আল্লাহ তার প্রতি তাঁর রহমতের দৃষ্টিপাত করেন এবং সত্তর হাজার ফিরিশতা তার জন্য ক্ষমা প্রার্থনা করে।
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِيمَا يَقُول إِذا خرج من بَيته إِلَى الْمَسْجِد وَغَيره وَإِذا دخلهما
2495- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من خرج من بَيته إِلَى الصَّلَاة فَقَالَ اللَّهُمَّ إِنِّي أَسأَلك بِحَق السَّائِلين عَلَيْك وبحق خروجي إِلَيْك إِنَّك تعلم أَنه لم يخرجني أشر وَلَا بطر وَلَا سمعة وَلَا رِيَاء خرجت هربا وفرارا من ذُنُوبِي إِلَيْك خرجت رَجَاء رحمتك وشفقا من عذابك خرجت اتقاء سخطك وابتغاء مرضاتك أَسأَلك أَن تنقذني من النَّار بِرَحْمَتك وكل الله بِهِ سبعين ألف ملك يَسْتَغْفِرُونَ لَهُ وَأَقْبل الله عَلَيْهِ بِوَجْهِهِ حَتَّى يفرغ من صلَاته

ذكره رزين وَلم أره فِي شَيْء من
الْأُصُول الَّتِي جمعهَا إِنَّمَا رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد فِيهِ مقَال وَحسنه شَيخنَا الْحَافِظ أَبُو الْحسن رَحمَه الله

وَلَفظه قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من خرج من بَيته إِلَى الصَّلَاة فَقَالَ اللَّهُمَّ إِنِّي أَسأَلك بِحَق السَّائِلين عَلَيْك وبحق ممشاي هَذَا فَإِنِّي لم أخرج أشرا وَلَا بطرا وَلَا رِيَاء وَلَا سمعة وَخرجت اتقاء سخطك وابتغاء مرضاتك أَسأَلك أَن تعيذني من النَّار وَأَن تغْفر لي ذُنُوبِي إِنَّه لَا يغْفر الذُّنُوب إِلَّا أَنْت أقبل الله إِلَيْهِ بِوَجْهِهِ واستغفر لَهُ سَبْعُونَ ألف ملك
tahqiqতাহকীক:তাহকীক চলমান