আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৪৯৪
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
ঘর থেকে মসজিদের দিকে অথবা অন্য কোথাও রওয়ানা হবার সময় এবং সেখানে প্রবেশের
সময় দু'আ পাঠে উৎসাহ দান
সময় দু'আ পাঠে উৎসাহ দান
২৪৯৪. হযরত উসমান ইবন আফফান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃঃ ঃ যখন কোন মুসলমান সফর অথবা অন্য কোন উদ্দেশ্যে ঘর থেকে বের হয় এবং এ সময় বলেঃ
آمَنْتُ بِاللَّهِ ، اعْتَصَمْتُ بِاللَّهِ ، تَوَكَّلْتُ عَلَى اللهِ ، لاَ حَوْلَ وَلا قُوَّةَ إِلاَّ بِاللَّهِ
"আল্লাহর উপর ঈমান আনলাম। তাঁর আশ্রয় গ্রহণ করলাম এবং তাঁরই উপর ভরসা করলাম। আল্লাহর সাহায্য ব্যতীত কোন কল্যাণ লাভ ও অকল্যাণ থেকে আত্মরক্ষার সাধ্য নেই।"
তাকে এ সফরের সকল কল্যাণে ধন্য করা হয়।
(হাদীসটি আহমাদ নাম উল্লেখ না করে জনৈক ব্যক্তি সূত্রে হযরত উসমান (রা) থেকে বর্ণনা করেছেন। অন্যান্য রাবীগণ নির্ভরযোগ্য।)
آمَنْتُ بِاللَّهِ ، اعْتَصَمْتُ بِاللَّهِ ، تَوَكَّلْتُ عَلَى اللهِ ، لاَ حَوْلَ وَلا قُوَّةَ إِلاَّ بِاللَّهِ
"আল্লাহর উপর ঈমান আনলাম। তাঁর আশ্রয় গ্রহণ করলাম এবং তাঁরই উপর ভরসা করলাম। আল্লাহর সাহায্য ব্যতীত কোন কল্যাণ লাভ ও অকল্যাণ থেকে আত্মরক্ষার সাধ্য নেই।"
তাকে এ সফরের সকল কল্যাণে ধন্য করা হয়।
(হাদীসটি আহমাদ নাম উল্লেখ না করে জনৈক ব্যক্তি সূত্রে হযরত উসমান (রা) থেকে বর্ণনা করেছেন। অন্যান্য রাবীগণ নির্ভরযোগ্য।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِيمَا يَقُول إِذا خرج من بَيته إِلَى الْمَسْجِد وَغَيره وَإِذا دخلهما
2494- وَعَن عُثْمَان بن عَفَّان رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من مُسلم يخرج من بَيته يُرِيد سفرا أَو غَيره فَقَالَ حِين يخرج آمَنت بِاللَّه اعتصمت بِاللَّه توكلت على الله لَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه إِلَّا رزق خير ذَلِك الْمخْرج
رَوَاهُ أَحْمد عَن رجل لم يسمه عَن عُثْمَان وَبَقِيَّة رُوَاته ثِقَات
رَوَاهُ أَحْمد عَن رجل لم يسمه عَن عُثْمَان وَبَقِيَّة رُوَاته ثِقَات