আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৪৯৬
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
ঘর থেকে মসজিদের দিকে অথবা অন্য কোথাও রওয়ানা হবার সময় এবং সেখানে প্রবেশের
সময় দু'আ পাঠে উৎসাহ দান
২৪৯৬. হায়ওয়া ইবন শুরায়হ থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি উক্‌বা ইবন মুসলিমের সাক্ষাৎ পেয়ে তাঁকে বললামঃ আমি অবগত হয়েছি যে, আপনি হযরত আবদুল্লাহ ইব্‌ন আমর ইবনুল আস (রা) থেকে হাদীস বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ (ﷺ) যখন মসজিদে প্রবেশ করতেন তখন বলতেন।
أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ وَبِوَجْهِهِ الْكَرِيمِ وَسُلْطَانِهِ الْقَدِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
"আমি মহান আল্লাহ, তাঁর পূত সত্তা এবং তাঁর নিখিল রাজত্বের ওসীলায় বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই।"
উকবা বললেন, এতটুকুই? আমি বললাম, হ্যাঁ। তিনি তখন বললেন, কেউ যখন এ কথাটি বলে, তখন শয়তান বলে উঠে। সারা দিনের জন্য সে আমার দিক থেকে নিরাপদ হয়ে গেল।
(আবূ দাউদ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِيمَا يَقُول إِذا خرج من بَيته إِلَى الْمَسْجِد وَغَيره وَإِذا دخلهما
2496- وَعَن حَيْوَة بن شُرَيْح قَالَ لقِيت عقبَة بن مُسلم فَقلت لَهُ بَلغنِي أَنَّك حدثت عَن عبد الله بن عَمْرو بن الْعَاصِ رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كَانَ يَقُول إِذا دخل الْمَسْجِد أعوذ بِاللَّه الْعَظِيم وبوجهه الْكَرِيم وسلطانه الْقَدِيم من الشَّيْطَان الرَّجِيم
قَالَ أقط قلت نعم
قَالَ فَإِذا قَالَ ذَلِك قَالَ الشَّيْطَان حفظ مني سَائِر ذَلِك الْيَوْم

رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান