আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৪৯১
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
অনিদ্রাগ্রস্ত অথবা রাত্রিবেলা ভীতিগ্রস্ত ব্যক্তির দু'আ পাঠের প্রতি উৎসাহ দান
২৪৯১. আবুত-তায়‍্যাহ (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হযরত আবদুর রহমান ইবন খাম্বাশ তামীমী (রা) কে বললাম আর তিনি ছিলেন একজন বয়োবৃদ্ধ সাহাবী, আপনি কি রাসূলুল্লাহ্ (ﷺ) কে পেয়েছিলেন? তিনি বললেন, হ্যাঁ। আমি জিজ্ঞাসা করলাম, যে রাত্রে জিন্ন সম্প্রদায় রাসূলুল্লাহ (ﷺ) এর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, সে সময় তিনি কিরূপ আমল করেছিলেন? আবদুর রহমান বললেনঃ এ রাতে দুষ্ট জিন্নগুলো বিভিন্ন উপত্যকা এবং দিবি-কন্দর থেকে এসে রাসূলুল্লাহ্ (ﷺ) এর উপর অবতরণ করল। এদের মধ্যে একজনের হাতে আগুনের হল্কা ছিল। সে এরদ্বারা রাসূলুল্লাহ (ﷺ) এর চেহারা মুবারক পুড়িয়ে দিতে চেয়েছিল। তখন জিবরাঈল আলাইহিস সালাম নেমে আসলেন এবং বললেনঃ হে মুহাম্মদ। আপনি বলুন। তিনি বললেন, আমি কি বলব? জিবরাঈল (আ) বললেন, আপনি এ দু'আটি পাঠ করুনঃ
أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ شَرِّ مَا خَلَقَ ، وَذَرَأَ وَبَرَأَ ، وَمِنْ شَرِّ مَا يَنْزِلُ مِنَ السَّمَاءِ ، وَمِنْ شَرِّ مَا يَعْرُجُ فِيهَا ، وَمِنْ شَرِّ فِتَنِ اللَّيْلِ وَالنَّهَارِ ، وَمِنْ شَرِّ كُلِّ طَارِقٍ إِلاَّ طَارِقًا يَطْرُقُ بِخَيْرٍ ، يَا رَحْمَنُ
"আমি আল্লাহর পূর্ণ বাক্যসমূহ দ্বারা তাঁর সর্বপ্রকার সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি। আরও আশ্রয় প্রার্থনা করছি যা কিছু আসমান থেকে অবতীর্ণ হয় ও আসমানের দিকে আরোহণ করে এগুলোর অনিষ্ট থেকে, রাত্র-দিনের অনিষ্ট থেকে, রাত্রে আগমনকারী সকল কিছুর অনিষ্ট থেকে, তবে যা কোন মঙ্গল নিয়ে আগমন করে, হে রহমান।"
আবদুর রহমান বলেনঃ তখন তাদের আগুন নিভে গেল এবং মহান আল্লাহ তাদের ষড়যন্ত্র পণ্ড করে দিলেন।
(হাদীসটি আহমাদ ও আবু ইয়ালা বর্ণনা করেছেন। তাঁদের উভয়ের নিকটই শক্তিশালী ও উত্তম সনদ রয়েছে। মালিকও এটি 'মুয়াত্তা' গ্রন্থে ইয়াহইয়া ইবন সাঈদ থেকে মুরসালরূপে বর্ণনা করেছেন। নাসাঈ এ হাদীসটি ইবন মাসউদ (রা) থেকেও অনুরূপ বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي كَلِمَات يقولهن من يأرق أَو يفزع بِاللَّيْلِ
2491- وَعَن أبي التياح قَالَ قلت لعبد الرَّحْمَن بن خنبش التَّمِيمِي رَضِي الله عَنهُ وَكَانَ كَبِيرا أدْركْت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ نعم
قلت كَيفَ صنع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَيْلَة كادته الْجِنّ
قَالَ إِن الشَّيَاطِين تحدرت تِلْكَ اللَّيْلَة على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من الأودية والشعاب وَفِيهِمْ شَيْطَان بِيَدِهِ شعلة من نَار يُرِيد أَن يحرق بهَا وَجه رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فهبط إِلَيْهِ جِبْرِيل عَلَيْهِ السَّلَام فَقَالَ يَا مُحَمَّد قل قَالَ مَا أَقُول قَالَ قل أعوذ بِكَلِمَات الله التَّامَّة من شَرّ مَا خلق وذرأ وبرأ وَمن شَرّ مَا ينزل من السَّمَاء وَمن شَرّ مَا يعرج فِيهَا وَمن شَرّ فتن اللَّيْل وَالنَّهَار وَمن شَرّ كل طَارق إِلَّا طَارِقًا يطْرق بِخَير يَا رَحْمَن
قَالَ فطفئت نارهم وَهَزَمَهُمْ الله تبَارك وَتَعَالَى

رَوَاهُ أَحْمد وَأَبُو يعلى وَلكُل مِنْهُمَا إِسْنَاد جيد مُحْتَج بِهِ وَقد رَوَاهُ مَالك فِي الْمُوَطَّأ عَن يحيى بن سعيد مُرْسلا وَرَوَاهُ النَّسَائِيّ من حَدِيث ابْن مَسْعُود بِنَحْوِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান