আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৪৯০
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
অনিদ্রাগ্রস্ত অথবা রাত্রিবেলা ভীতিগ্রস্ত ব্যক্তির দু'আ পাঠের প্রতি উৎসাহ দান
২৪৯০. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ খালিদ ইবন ওলীদ রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট কিছু ভীতিপ্রদ বিষয়ের উল্লেখ করলেন, যেগুলো তিনি রাতের বেলায় দেখতে পেতেন এবং এগুলো তাঁর তাহাজ্জুদের সালাত আদায়ে বাধা হয়ে দাঁড়াতো। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে খালিদ ইবনুল ওলীদ! আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দিব না, যেগুলো তুমি পাঠ করবে আর এগুলো তিনবার পাঠ করার পূর্বেই আল্লাহ তোমার ভীতি দূর করে দিবেন? খালিদ বললেন, ইয়া রাসূলাল্লাহ। আমার পিতামাতা আপনার জনা কুরবান হোন! আপনি অবশ্যই বলুন। আমি তো এ আশায়ই আপনার কাছে এ অনুযোগটি করেছি। তিনি বললেন, তুমি বলবেঃ
أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ ، مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ ، وَشَرِّ عِبَادِهِ ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ ، وَأَنْ يَحْضُرُونِ
"আমি আল্লাহর পূর্ণ বাক্যসমূহ দ্বারা তাঁর ক্রোধ ও শাস্তি থেকে, তাঁর বান্দাদের অনিষ্ট থেকে এবং শয়তানের ওয়াসওয়াসা ও তাদের উপস্থিতি থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি।"
হযরত আয়েশা (রা) বলেন, মাত্র কয়েক রাত যেতে না যেতেই খালিদ ইব্‌ন ওলীদ আসলেন এবং বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমার পিতামাতা আপনার প্রতি কুরবান হোন! ঐ সত্তার শপথ, যিনি আপনাকে সত্য দিয়ে প্রেরণ করেছেন, আপনার শিখিয়ে দেয়া বাক্যগুলো তিনবার পূর্ণ করার পূর্বেই আল্লাহ আমার মনের ভীতি দূর করে দিয়েছেন। এখন আমার অবস্থা এই যে, রাত্রিবেলায় কোন সিংহের খাঁচায় প্রবেশ করতেও আমি কোন রকম পরওয়া করব না।
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাতে' বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي كَلِمَات يقولهن من يأرق أَو يفزع بِاللَّيْلِ
2490- وَرُوِيَ عَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ حدث خَالِد بن الْوَلِيد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَن أهاويل يَرَاهَا بِاللَّيْلِ حَالَتْ بَينه وَبَين صَلَاة اللَّيْل فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَا خَالِد بن الْوَلِيد أَلا أعلمك كَلِمَات تقولهن وَلَا تقولهن ثَلَاث مَرَّات حَتَّى يذهب الله عَنْك ذَلِك قَالَ بلَى يَا رَسُول الله بِأبي أَنْت وَأمي فَإِنَّمَا شَكَوْت هَذَا إِلَيْك رَجَاء هَذَا مِنْك
قَالَ قل أعوذ بِكَلِمَات الله التَّامَّة من غَضَبه وعقابه وَشر عباده وَمن همزات الشَّيَاطِين وَأَن يحْضرُون
قَالَت عَائِشَة رَضِي الله عَنْهَا فَلم ألبث إِلَّا ليَالِي حَتَّى جَاءَ خَالِد بن الْوَلِيد فَقَالَ يَا رَسُول الله بِأبي أَنْت وَأمي وَالَّذِي بَعثك بِالْحَقِّ مَا أتممت الْكَلِمَات الَّتِي علمتني ثَلَاث مَرَّات حَتَّى
أذهب الله عني مَا كنت أجد مَا أُبَالِي لَو دخلت على أَسد فِي خيسته بلَيْل

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
tahqiqতাহকীক:তাহকীক চলমান