আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৪৮৯
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
অনিদ্রাগ্রস্ত অথবা রাত্রিবেলা ভীতিগ্রস্ত ব্যক্তির দু'আ পাঠের প্রতি উৎসাহ দান
২৪৮৯. নাসাঈর বর্ণনায় এমন রয়েছেঃ হযরত খালিদ ইবন ওলীদ (রা) ঘুমে ভয় পেতেন। বিষয়টি তিনি রাসূলুল্লাহ (ﷺ) - কে বললেন। নবী করীম (ﷺ) বললেন, তুমি যখন শয্যা গ্রহণ করবে, তখন বিসমিল্লাহ বলে এ দু'আটি পাঠ করে নিবেঃ আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি…………………
অতঃপর পূর্বোক্ত দু'আটির উল্লেখ করলেন। ইমাম মালিক (র) মুয়াত্তা গ্রন্থে বলেনঃ আমি জানতে পেরেছি যে, খালিদ ইবন ওলীদ রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট বলেছিলেন, "আমি ঘুমে খুব ভয় পাই।" রাসূলুল্লাহ (ﷺ) তখন বললেন, তুমি বলঃ....তারপর পূর্বোক্ত হাদীসের ন্যায় বর্ণনা করলেন।
এ হাদীসটি আহমদ রাবী মুহাম্মদ ইবন ইয়াহইয়া ইবন হিব্বান সূত্রে ওলীদ ইবন ওলীদ থেকে বর্ণনা করেছেন যে, ওলীদ বলেছিলেনঃ ইয়া রাসূলাল্লাহ্। আমি নিঃসঙ্গতা ও ভীতি অনুভব করি। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তুমি যখন শয্যা গ্রহণ করবে তখন বলবেঃ তারপর পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করলেন। কিন্তু মুহাম্মদ ইবন ইয়াহইয়া ওলীদ থেকে হাদীস শুনেননি।
অতঃপর পূর্বোক্ত দু'আটির উল্লেখ করলেন। ইমাম মালিক (র) মুয়াত্তা গ্রন্থে বলেনঃ আমি জানতে পেরেছি যে, খালিদ ইবন ওলীদ রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট বলেছিলেন, "আমি ঘুমে খুব ভয় পাই।" রাসূলুল্লাহ (ﷺ) তখন বললেন, তুমি বলঃ....তারপর পূর্বোক্ত হাদীসের ন্যায় বর্ণনা করলেন।
এ হাদীসটি আহমদ রাবী মুহাম্মদ ইবন ইয়াহইয়া ইবন হিব্বান সূত্রে ওলীদ ইবন ওলীদ থেকে বর্ণনা করেছেন যে, ওলীদ বলেছিলেনঃ ইয়া রাসূলাল্লাহ্। আমি নিঃসঙ্গতা ও ভীতি অনুভব করি। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তুমি যখন শয্যা গ্রহণ করবে তখন বলবেঃ তারপর পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করলেন। কিন্তু মুহাম্মদ ইবন ইয়াহইয়া ওলীদ থেকে হাদীস শুনেননি।
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي كَلِمَات يقولهن من يأرق أَو يفزع بِاللَّيْلِ
2489- وَفِي رِوَايَة للنسائي قَالَ كَانَ خَالِد بن الْوَلِيد رجلا يفزع فِي مَنَامه فَذكر ذَلِك لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم إِذا اضطجعت فَقل بِسم الله أعوذ بِكَلِمَات الله التَّامَّة فَذكر مثله
وَقَالَ مَالك فِي الْمُوَطَّإِ بَلغنِي أَن خَالِد بن الْوَلِيد قَالَ لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِنِّي أروع فِي مَنَامِي فَقَالَ لَهُ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقل
فَذكر مثله
وَرَوَاهُ أَحْمد عَن مُحَمَّد بن يحيى بن حبَان عَن الْوَلِيد بن الْوَلِيد أَنه قَالَ يَا رَسُول الله إِنِّي أجد وَحْشَة
قَالَ إِذا أخذت مضجعك فَقل
فَذكر مثله وَمُحَمّد لم يسمع من الْوَلِيد
وَقَالَ مَالك فِي الْمُوَطَّإِ بَلغنِي أَن خَالِد بن الْوَلِيد قَالَ لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِنِّي أروع فِي مَنَامِي فَقَالَ لَهُ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقل
فَذكر مثله
وَرَوَاهُ أَحْمد عَن مُحَمَّد بن يحيى بن حبَان عَن الْوَلِيد بن الْوَلِيد أَنه قَالَ يَا رَسُول الله إِنِّي أجد وَحْشَة
قَالَ إِذا أخذت مضجعك فَقل
فَذكر مثله وَمُحَمّد لم يسمع من الْوَلِيد