আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৪৭৬
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
ফরয নামাযের পর কতিপয় আয়াত পাঠ ও যিকির আদায়ের প্রতি উৎসাহ দান
২৪৭৬. হযরত আবদুল্লাহ ইবন আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দুটি বিষয় এমন যে, কোন বান্দা যখন এগুলোর প্রতি লক্ষ্য রাখবে, সে নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে। বিষয় দু'টি সহজ, কিন্তু এর উপর আমলকারী খুবই কম। তোমাদের কেউ প্রত্যেক সালাতের পর দশবার সুবহানাল্লাহ, দশবার আলহামদু লিল্লাহ এবং দশবার আল্লাহু আকবর বলবে। এখানে মুখে হল একশ' পঞ্চাশ (পাঁচ ওয়াক্তের হিসাবে)। কিন্তু মীযানের পাল্লায় হবে একহাজার পাঁচ'শ। আর সে যখন শয্যাগ্রহণ করবে, তখন তেত্রিশবার সুবহানাল্লাহ, তেত্রিশবার আলহামদু লিল্লাহ এবং চৌত্রিশবার আল্লাহু আকবর বলবে। এখানেও মুখে একশ, কিন্তু মীযানে এক হাজার।
বর্ণনাকারী বলেন, তারপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমাদের মধ্যে কে দিন-রাতে দু'হাজার পাঁচ'শ গুনাহ করে? আবদুল্লাহ বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে এগুলো হাতে গুণতে দেখেছি। আবদুল্লাহ বলেন, প্রশ্ন করা হ'ল, ইয়া রাসূলাল্লাহ! আমরা কেন এ দু'টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে পারব না? তিনি বললেন, তোমাদের কেউ যখন সালাতরত থাকে, তখন শয়তান তার নিকট এসে বলতে থাকে; তুমি ঐ বিষয়টি স্মরণ কর, ঐ বিষয়টি স্মরণ কর। তেমনিভাবে শয্যাকালে শয়তান এসে তাকে ঘুম পাড়াতে থাকে।
(হাদীসটি আবূ দাউদ ও তিরমিযী বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান-সহীহ। নাসাঈ, ইবন মাজাহ এবং ইবন হিব্বানও এটি তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই।
(সংকলক বলেনঃ) তাঁরা সবাই এ হাদীসটি হাম্মাদ ইবন যায়দ………………আতা ইবনুস সাইব ... সাইব,......... 'আবদুল্লাহ ইবন আমর-এ সূত্রে বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي آيَات وأذكار بعد الصَّلَوَات المكتوبات
2476- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خصلتان لَا يحصيهما عبد إِلَّا دخل الْجنَّة وهما يسير وَمن يعْمل بهما قَلِيل يسبح الله أحدكُم دبر كل صَلَاة عشرا وَيَحْمَدهُ عشرا ويكبره عشرا فَتلك مائَة وَخَمْسُونَ بِاللِّسَانِ وَألف وَخَمْسمِائة فِي الْمِيزَان إِذا أَوَى إِلَى فرَاشه يسبح ثَلَاثًا وَثَلَاثِينَ ويحمد ثَلَاثًا وَثَلَاثِينَ وَيكبر أَرْبعا وَثَلَاثِينَ فَتلك مائَة بِاللِّسَانِ وَألف فِي الْمِيزَان قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَأَيكُمْ يعْمل فِي يَوْمه وَلَيْلَته أَلفَيْنِ وَخَمْسمِائة سَيِّئَة قَالَ عبد الله رَأَيْت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يعقدهن بِيَدِهِ
قَالَ قيل يَا رَسُول الله كَيفَ لَا تحصيها قَالَ يَأْتِي أحدكُم الشَّيْطَان وَهُوَ فِي صلَاته فَيَقُول لَهُ اذكر كَذَا اذكر كَذَا ويأتيه عِنْد مَنَامه فينومه

رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَاللَّفْظ لَهُ

قَالَ المملي رَوَوْهُ كلهم عَن حَمَّاد بن زيد عَن عَطاء بن السَّائِب عَن أَبِيه عَن عبد الله
tahqiqতাহকীক:তাহকীক চলমান