আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৪৭৭
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
ফরয নামাযের পর কতিপয় আয়াত পাঠ ও যিকির আদায়ের প্রতি উৎসাহ দান
২৪৭৭. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর আয়াতুল কুরসী পাঠ করবে, মৃত্যু ছাড়া তার বেহেশতে প্রবেশে অন্য কোন অন্তরায় থাকবে না।
(হাদীসটি নাসাঈ এবং তাবারানী বিভিন্ন সূত্রে বর্ণনা করেছেন, তন্মধ্যে একটি সূত্র বিশুদ্ধ। আমার উস্তাদ আবুল হাসান বলেছেনঃ হাদীসটি বুখারীর শর্ত অনুসারে সহীহ। ইবন হিব্বানও এটি 'সালাত' অধ্যায়ে বর্ণনা করেছেন এবং সহীহ বলে মন্তব্য করেছেন। তাবারানী কোন কোন বর্ণনা সূত্রে এখানে আয়াতুল কুরসীর সাথে সূরা ইখলাসকেও যোগ করেছেন। বর্ধিত বর্ণনা সম্বলিত এ সূত্রটিও বিশুদ্ধ।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي آيَات وأذكار بعد الصَّلَوَات المكتوبات
2477- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من قَرَأَ آيَة الْكُرْسِيّ دبر كل صَلَاة لم يمنعهُ من دُخُول الْجنَّة إِلَّا أَن يَمُوت
رَوَاهُ النَّسَائِيّ وَالطَّبَرَانِيّ بأسانيد أَحدهَا صَحِيح
وَقَالَ شَيخنَا أَبُو الْحسن هُوَ على شَرط البُخَارِيّ وَابْن حبَان فِي كتاب الصَّلَاة وَصَححهُ

وَزَاد الطَّبَرَانِيّ فِي بعض طرقه وَقل هُوَ الله أحد
وَإِسْنَاده بِهَذِهِ الزِّيَادَة جيد أَيْضا
tahqiqতাহকীক:তাহকীক চলমান