আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৪৭৪
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
ফরয নামাযের পর কতিপয় আয়াত পাঠ ও যিকির আদায়ের প্রতি উৎসাহ দান
২৪৭৪. হযরত কা'ব ইবন উজরা (রা) সূত্রে রাসুলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ পুনঃ পুনঃ ও উপর্যুপরি পঠিতব্য কয়েকটি বাক্য রয়েছে, যেগুলোর পাঠক অথবা যেগুলোর আমলকারী বঞ্চনাগ্রস্থ হয় না। প্রত্যেক ফরয সালাতের পর তেত্রিশবার সুবহানাল্লাহ, তেত্রিশবার আলহামদু লিল্লাহ ও চৌত্রিশবার আল্লাহু আকবর পাঠ করা।
( হাদীসটি মুসলিম, তিরমিযী ও নাসাঈ বর্ণনা করেছেন।)
( হাদীসটি মুসলিম, তিরমিযী ও নাসাঈ বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي آيَات وأذكار بعد الصَّلَوَات المكتوبات
2474- وَعَن كَعْب بن عجْرَة رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مُعَقِّبَات لَا يخيب قائلهن أَو فاعلهن دبر كل صَلَاة مَكْتُوبَة ثَلَاث وَثَلَاثُونَ تَسْبِيحَة وَثَلَاث وَثَلَاثُونَ تَحْمِيدَة وَأَرْبع وَثَلَاثُونَ تَكْبِيرَة
رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ
رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ