আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৪৬৪
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
সকাল-সন্ধ্যা নির্বিশেষে দিন-রাত্রে পঠিত যিকিরসমূহে উৎসাহ দান
২৪৬৪. হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি প্রতিরাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে, তার উপর দারিদ্র্য আপতিত হবে না। আর তাসবীহবিশিষ্ট সূরাসমূহের মধ্যে একটি আয়াত রয়েছে, যা হাজার আয়াতের সমান।
(হাদীসটি রযীন তাঁর 'জামি' গ্রন্থে বর্ণনা করেছেন। কিন্তু আমি হাদীসের মূল গ্রন্থসমূহে এর সন্ধান পাইনি। আবুল কাসিম ইস্পাহানী এটি তাঁর গ্রন্থে সনদ উল্লেখ না করে বর্ণনা করেছেন।)
(হাদীসটি রযীন তাঁর 'জামি' গ্রন্থে বর্ণনা করেছেন। কিন্তু আমি হাদীসের মূল গ্রন্থসমূহে এর সন্ধান পাইনি। আবুল কাসিম ইস্পাহানী এটি তাঁর গ্রন্থে সনদ উল্লেখ না করে বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي أذكار تقال بِاللَّيْلِ وَالنَّهَار غير مُخْتَصَّة بالصباح والمساء
2464- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من قَرَأَ كل لَيْلَة سُورَة الْوَاقِعَة لم تصبه فاقة وَفِي المسبحات آيَة كألف آيَة
ذكره رزين فِي جَامعه وَلم أره فِي شَيْء من الْأُصُول وَذكره أَبُو الْقَاسِم الْأَصْبَهَانِيّ فِي كِتَابه بِغَيْر إِسْنَاد
ذكره رزين فِي جَامعه وَلم أره فِي شَيْء من الْأُصُول وَذكره أَبُو الْقَاسِم الْأَصْبَهَانِيّ فِي كِتَابه بِغَيْر إِسْنَاد