আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৪৬৩
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
সকাল-সন্ধ্যা নির্বিশেষে দিন-রাত্রে পঠিত যিকিরসমূহে উৎসাহ দান
২৪৬৩. হযরত উমর ইবনুল খাত্তাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যাক্তি রাত্রিবেলা এ আয়াতটি পাঠ করবেঃ
فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا
"যে ব্যক্তি তার পালনকর্তার সাক্ষাত কামনা করে, সে যেন সৎকর্ম সম্পাদন করে এবং তার পালনকর্তার ইবাদতে কাউকে শরীক না করে" (সূরা কাহ্ফঃ আয়াত নং-১১০)। তার জন্য আদান থেকে মক্কা পর্যন্ত বিস্তৃত একটি বিশেষ আলোক রশ্মি হবে, যার মধ্যে থাকবে ফিরিশতাদের দল।
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারীই নির্ভরযোগ্য। তবে আমার জানামতে আবু ফারওয়া আসাদী থেকে নায়র ইবন ওমায়ল ব্যতীত অন্য কেউ হাদীসটি বর্ণনা করেননি।)
فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا
"যে ব্যক্তি তার পালনকর্তার সাক্ষাত কামনা করে, সে যেন সৎকর্ম সম্পাদন করে এবং তার পালনকর্তার ইবাদতে কাউকে শরীক না করে" (সূরা কাহ্ফঃ আয়াত নং-১১০)। তার জন্য আদান থেকে মক্কা পর্যন্ত বিস্তৃত একটি বিশেষ আলোক রশ্মি হবে, যার মধ্যে থাকবে ফিরিশতাদের দল।
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারীই নির্ভরযোগ্য। তবে আমার জানামতে আবু ফারওয়া আসাদী থেকে নায়র ইবন ওমায়ল ব্যতীত অন্য কেউ হাদীসটি বর্ণনা করেননি।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي أذكار تقال بِاللَّيْلِ وَالنَّهَار غير مُخْتَصَّة بالصباح والمساء
2463- وَعَن عمر بن الْخطاب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من قَرَأَ فِي لَيْلَة فَمن كَانَ يَرْجُو لِقَاء ربه فليعمل عملا صَالحا وَلَا يُشْرك بِعبَادة ربه أحدا الْكَهْف 11
كَانَ لَهُ نور من عدن أبين إِلَى مَكَّة حشوه الْمَلَائِكَة
رَوَاهُ الْبَزَّار وَرُوَاته ثِقَات إِلَّا أَن أَبَا فَرْوَة الْأَسدي لم يرو عَنهُ فِيمَا أعلم غير النَّضر بن شُمَيْل
كَانَ لَهُ نور من عدن أبين إِلَى مَكَّة حشوه الْمَلَائِكَة
رَوَاهُ الْبَزَّار وَرُوَاته ثِقَات إِلَّا أَن أَبَا فَرْوَة الْأَسدي لم يرو عَنهُ فِيمَا أعلم غير النَّضر بن شُمَيْل