আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৪৬৫
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
সকাল-সন্ধ্যা নির্বিশেষে দিন-রাত্রে পঠিত যিকিরসমূহে উৎসাহ দান
২৪৬৫. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি রাত্রিকালে সূরা দুখান পাঠ করবে, সে এমন অবস্থায় প্রভাতে উপনীত হবে যে, সত্তর হাজার ফিরিশতা তার জন্য ইস্তিগফার করতে থাকবে।
(হাদীসটি তিরমিযী ও দারা কুতনী বর্ণনা করেছেন।
দারা কুতনীর এক বর্ণনায় রয়েছে। যে ব্যক্তি রাত্রিকালে সূরা ইয়াসীন পাঠ করবে, সে মার্জনাপ্রাপ্ত অবস্থায় প্রভাত করবে। আর যে ব্যক্তি জুমুআর রাত্রে সূরা দুখান পাঠ করবে, সে মার্জনা প্রাপ্ত অবস্থায় প্রভাত করবে।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي أذكار تقال بِاللَّيْلِ وَالنَّهَار غير مُخْتَصَّة بالصباح والمساء
2465- وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من قَرَأَ سُورَة الدُّخان فِي لَيْلَة أصبح يسْتَغْفر لَهُ سَبْعُونَ ألف ملك

رَوَاهُ التِّرْمِذِيّ وَالدَّارَقُطْنِيّ

وَفِي رِوَايَة للدارقطني من قَرَأَ سُورَة يس فِي لَيْلَة أصبح مغفورا لَهُ وَمن قَرَأَ الدُّخان لَيْلَة الْجُمُعَة أصبح مغفورا لَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান