আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৪১৬
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
বিভিন্ন প্রকার তাসবীহ, তাকবীর, তাহলীল ও তাহমীদ পাঠের প্রতি উৎসাহ প্রদান
২৪১৬. হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি যখন তোমাদের নিকট কোন হাদীস বর্ণনা করি, তখন কুরআন থেকে এর সত্যতার প্রমাণও উপস্থাপন করে থাকি। বান্দা যখন "সুবহানাল্লাহ আলহামদু লিল্লাহ, লা-ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর ওয়া তাবারাকাল্লাহ" পাঠ করে তখন একজন ফিরিশতা এগুলো লুফে নেন এবং তার ডানার নীচে ধারণ করে রাখেন। তারপর এগুলো নিয়ে ঊর্ধ্ব আকাশে উঠতে থাকেন। ফিরিশতাদের যে কোন দলের নিকট দিয়ে তিনি যখন উঠতে থাকেন, তখন তারা এর পাঠকারীর জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। এমনিভাবে এগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। তারপর আবদুল্লাহ (রা) এ আয়াতটি তিলাওয়াত করলেন। إِلَيْهِ يَصْعَدُ الْكَلِمُ الطَّيِّبُ وَالْعَمَلُ الصَّالِحُ يَرْفَعُهُ অর্থাৎ তাঁরই দিকে আরোহণ করে সৎবাক্য এবং সৎকর্ম তাকে তুলে নেয়। (সূরা ফাতির, আয়াত নং-১০)
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং সহীহ বলেছেনঃ)
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং সহীহ বলেছেনঃ)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي التَّسْبِيح وَالتَّكْبِير والتهليل والتحميد على اخْتِلَاف أَنْوَاعه
2416- وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ إِذا حدثتكم بِحَدِيث أَتَيْنَاكُم بِتَصْدِيق ذَلِك فِي كتاب الله إِن العَبْد إِذا قَالَ سُبْحَانَ الله وَالْحَمْد لله وَلَا إِلَه إِلَّا الله وَالله أكبر وتبارك الله قبض عَلَيْهِنَّ ملك فَضَمَّهُنَّ تَحت جنَاحه وَصعد بِهن لَا يمر بِهن على جمع من الْمَلَائِكَة إِلَّا اسْتَغْفرُوا لِقَائِلِهِنَّ حَتَّى يحيا بِهن وَجه الرَّحْمَن ثمَّ تَلا عبد الله
إِلَيْهِ يصعد الْكَلم الطّيب وَالْعَمَل الصَّالح يرفعهُ
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
إِلَيْهِ يصعد الْكَلم الطّيب وَالْعَمَل الصَّالح يرفعهُ
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد