আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৪১৫
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
বিভিন্ন প্রকার তাসবীহ, তাকবীর, তাহলীল ও তাহমীদ পাঠের প্রতি উৎসাহ প্রদান
২৪১৫. হযরত নু'মান ইবন বশীর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা আল্লাহর মাহাত্ম্য ঘোষণায় যে তাসবীহ, তাহলীল ও তাহমীদ পাঠ করে থাক, এগুলো আল্লাহর আরশের চতুষ্পার্শ্বে উড়তে থাকে এবং মৌমাছির শব্দের মত গুণগুণ করে তার পাঠকারীর কথা বলতে থাকে। তোমাদের কেউ কি চায় না যে, তার কথা স্মরণ করানোর জন্য কেউ থাকুক অথবা এমন কেউ হোক, যে সর্বদা তার কথা স্মরণ করিয়ে দিতে থাকবে?
(হাদীসটি ইবন আবুদ-দুনিয়া ও ইবন মাজাহ বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা ইব্ন মাজাহর। হাকিমও এটি বর্ণনা করে বলেছেনঃ হাদীসটি মুসলিমের শর্ত অনুসারে সহীহ।)
(হাদীসটি ইবন আবুদ-দুনিয়া ও ইবন মাজাহ বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা ইব্ন মাজাহর। হাকিমও এটি বর্ণনা করে বলেছেনঃ হাদীসটি মুসলিমের শর্ত অনুসারে সহীহ।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي التَّسْبِيح وَالتَّكْبِير والتهليل والتحميد على اخْتِلَاف أَنْوَاعه
2415- وَعَن النُّعْمَان بن بشير رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن مِمَّا تذكرُونَ من جلال الله التَّسْبِيح والتهليل والتحميد ينعطفن حول الْعَرْش لَهُنَّ دوِي كَدَوِيِّ النَّحْل تذكر بصاحبها أما يحب أحدكُم أَن يكون لَهُ أَو لَا يزَال لَهُ من يذكر بِهِ
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَابْن مَاجَه وَاللَّفْظ لَهُ وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَابْن مَاجَه وَاللَّفْظ لَهُ وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم