আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৪১৪
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
বিভিন্ন প্রকার তাসবীহ, তাকবীর, তাহলীল ও তাহমীদ পাঠের প্রতি উৎসাহ প্রদান
২৪১৪. হযরত আবুদ-দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তুমি বল, সুবহানাল্লাহ আলহামদু লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেননা এগুলো হল স্থায়ী সৎকর্ম আর এরদ্বারা গুনাহ এভাবে ঝরে পড়ে যেভাবে বৃক্ষের পাতা ঝরে যায়। এগুলো হল জান্নাতের ভাণ্ডারসমূহের একটি।
(হাদীসটি তাবারানী দুটি সনদে বর্ণনা করেছেন। এর মধ্যে তুলনামূলক বিশুদ্ধ হচ্ছে ঐ সনদটি যার মধ্যে। উমর ইবনে রাশিদ নামক একজন রাবী রয়েছেন। অপরাপর বর্ণনাকারীগন সহীহ গ্রন্থের হাদীস বর্ণনায় নির্ভরযোগ্য। অন্য হাদীসের পোষকতায় এ ধরনের সনদে কোন দোষ নেই। ইবন মাজাহও হাদীসটি উমর ইবন রাশিদ সুত্রে সংক্ষেপে বর্ণনা করেছেন।)
(হাদীসটি তাবারানী দুটি সনদে বর্ণনা করেছেন। এর মধ্যে তুলনামূলক বিশুদ্ধ হচ্ছে ঐ সনদটি যার মধ্যে। উমর ইবনে রাশিদ নামক একজন রাবী রয়েছেন। অপরাপর বর্ণনাকারীগন সহীহ গ্রন্থের হাদীস বর্ণনায় নির্ভরযোগ্য। অন্য হাদীসের পোষকতায় এ ধরনের সনদে কোন দোষ নেই। ইবন মাজাহও হাদীসটি উমর ইবন রাশিদ সুত্রে সংক্ষেপে বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي التَّسْبِيح وَالتَّكْبِير والتهليل والتحميد على اخْتِلَاف أَنْوَاعه
2414- وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قل سُبْحَانَ الله وَالْحَمْد لله وَلَا إِلَه إِلَّا الله وَالله أكبر وَلَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه فَإِنَّهُنَّ الْبَاقِيَات الصَّالِحَات وَهن يحططن الْخَطَايَا كَمَا تحط الشَّجَرَة وَرقهَا وَهِي من كنوز الْجنَّة
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَادَيْنِ أصلحهما فِيهِ عمر بن رَاشد وَبَقِيَّة رُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح وَلَا بَأْس بِهَذَا الْإِسْنَاد فِي المتابعات وَرَوَاهُ ابْن مَاجَه من طَرِيق عمر أَيْضا بِاخْتِصَار
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَادَيْنِ أصلحهما فِيهِ عمر بن رَاشد وَبَقِيَّة رُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح وَلَا بَأْس بِهَذَا الْإِسْنَاد فِي المتابعات وَرَوَاهُ ابْن مَاجَه من طَرِيق عمر أَيْضا بِاخْتِصَار