আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৪১০
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
বিভিন্ন প্রকার তাসবীহ, তাকবীর, তাহলীল ও তাহমীদ পাঠের প্রতি উৎসাহ প্রদান
২৪১০. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক বেদুইন রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বলল, ইয়া রাসুলাল্লাহ। আমাকে একটি কল্যাণের জিনিস শিখিয়ে দিন। তিনি বললেন, তুমি বল সুবহানাল্লাহ, আলহামদু লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আকবর। আনাস বলেন। লোকটি চারটি বাক্য গুণে নিল, অতঃপর চলে গেল। সে বলতে লাগল, সুবহানাল্লাহ, আলহামদু বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর। একটু পরে সে ফিরে আসল। রাসূলুল্লাহ (ﷺ) যখন তাকে দেখলেন, তখন মুচকি হেসে বললেনঃ লোকটি খুব চিন্তায় পড়ে গেল। লোকটি এসে বলল, ইয়া রাসুলাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদু লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর এই সবই তো আল্লাহর। তা হলে আমার কি? রাসুলুল্লাহ (ﷺ) বললেন, তুমি যখন সুবহানাল্লাহ বলবে, তখন আল্লাহ বলবেন, তুমি সত্যই বলেছ, যখন আলহামদু লিল্লাহ বলবে, তখন আল্লাহ বলবেন, তুমি সত্যই বলেছ। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তখন আল্লাহ বলবেন, তুমি সত্যই বলেছ। আর যখন আল্লাহু আকবর বলবে, তখন আল্লাহ বলবেন, তুমি সত্যই বলেছ। তারপর তুমি যখন বলবে, হে আল্লাহ। আমাকে মার্জনা করে দাও, আল্লাহ তখন বলবেন, করে দিলাম। তুমি যখন বলবে, হে আল্লাহ। আমাকে দয়া কর, তখন আল্লাহ বলবেন, করলাম। তুমি যখন বলবে, হে আল্লাহ! আমাকে রিযক দান কর, আল্লাহ বলবেন করলাম। বর্ণনাকারী বলেন, বেদুঈনটি তখন তার হাতে সাতটি জিনিস গুণে নিল।
(হাদীসটি ইব্‌ন আবুদ-দুনিয়া ও বায়হাকী বর্ণনা করেছেন। এটি মুসনাদ এবং নাসাঈতে হযরত আবূ হুরায়রা (রা) সূত্রে এ মর্ম অনুযায়ী বর্ণিত হয়েছে।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي التَّسْبِيح وَالتَّكْبِير والتهليل والتحميد على اخْتِلَاف أَنْوَاعه
2410- وَرُوِيَ عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ جَاءَ رجل بدوي إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله عَلمنِي خيرا
قَالَ قل سُبْحَانَ الله وَالْحَمْد لله وَلَا إِلَه إِلَّا الله وَالله أكبر
قَالَ وَعقد بِيَدِهِ أَرْبعا ثمَّ ذهب فَقَالَ سُبْحَانَ الله وَالْحَمْد لله وَلَا إِلَه إِلَّا الله وَالله أكبر ثمَّ رَجَعَ فَلَمَّا رَآهُ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم تَبَسم وَقَالَ تفكر البائس فَقَالَ يَا رَسُول الله سُبْحَانَ الله وَالْحَمْد لله وَلَا إِلَه إِلَّا الله وَالله أكبر هَذَا كُله لله فَمَا لي فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا قلت سُبْحَانَ الله
قَالَ الله صدقت وَإِذا قلت الْحَمد لله
قَالَ الله صدقت وَإِذا قلت لَا إِلَه إِلَّا الله
قَالَ الله صدقت وَإِذا قلت الله أكبر
قَالَ الله صدقت
فَتَقول اللَّهُمَّ اغْفِر لي فَيَقُول الله قد فعلت فَتَقول اللَّهُمَّ ارْحَمْنِي فَيَقُول الله قد فعلت وَتقول اللَّهُمَّ ارزقني فَيَقُول الله قد فعلت
قَالَ فعقد الْأَعرَابِي سبعا فِي يَده

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالْبَيْهَقِيّ وَهُوَ فِي الْمسند وَسنَن النَّسَائِيّ من حَدِيث أبي هُرَيْرَة بِمَعْنَاهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৪১০ | মুসলিম বাংলা