আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৪০৯
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
বিভিন্ন প্রকার তাসবীহ, তাকবীর, তাহলীল ও তাহমীদ পাঠের প্রতি উৎসাহ প্রদান
২৪০৯. হযরত সাদ ইবন আবু ওয়াক্কাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক বেদুঈন নবী করীম (ﷺ) -এর নিকট আসল এবং বলল, আমাকে এমন একটি বাক্য শিখিয়ে দিন, যা সর্বদা আমি পড়ব। তিনি বললেন, তুমি বলঃ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারীকালাহু আল্লাহু আকবর কাবীরা, ওয়ালহামদু লিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি রাব্বিল আলামীন, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীযিল হাকীম। লোকটি বলল, এসবগুলো তো আমার প্রতিপালকের জন্য, তাহলে আমার জন্য কি? তিনি বললেনঃ তুমি বল, হে আল্লাহ! আমাকে ক্ষমা কর, আমাকে দয়া কর, আমাকে হিদায়াতের উপর প্রতিষ্ঠিত রাখ এবং আমাকে রিযক দান কর। আবূ মালিক আশজাঈর বর্ণনায় 'আমাকে শান্তি দান কর' কথাটিও রয়েছে।
অন্য বর্ণনায়ঃ রাসুলুল্লাহ (ﷺ) বললেন, এগুলো তোমার দুনিয়া ও আখিরাত উভয়কে শামিল করে নিবে।
(হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي التَّسْبِيح وَالتَّكْبِير والتهليل والتحميد على اخْتِلَاف أَنْوَاعه
2409- وَعَن سعد بن أبي وَقاص رَضِي الله عَنهُ قَالَ جَاءَ أَعْرَابِي إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ عَلمنِي كلَاما أقوله قَالَ قل لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ وَالله أكبر كَبِيرا وَالْحَمْد لله كثيرا وَسُبْحَان الله رب الْعَالمين وَلَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه الْعَزِيز الْحَكِيم
قَالَ هَؤُلَاءِ لرَبي فَمَا لي قَالَ قل اللَّهُمَّ اغْفِر لي وارحمني واهدني وارزقني وَزَاد من حَدِيث أبي مَالك الْأَشْجَعِيّ وَعَافنِي

وَفِي رِوَايَة قَالَ فَإِن هَؤُلَاءِ تجمع لَك دنياك وآخرتك

رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৪০৯ | মুসলিম বাংলা