আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৪০৮
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
বিভিন্ন প্রকার তাসবীহ, তাকবীর, তাহলীল ও তাহমীদ পাঠের প্রতি উৎসাহ প্রদান
২৪০৮. হযরত ইবন আবূ আউফা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক বেদুঈন এসে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমি কুরআন তিলাওয়াত করতে অনেক চেষ্টা করেছি; কিন্তু ভালভাবে তা পড়তে পারি নাই। অতএব আমাকে এমন কিছু শিখিয়ে দিন, যা কুরআন তিলাওয়াতের ক্ষেত্রে যথেষ্ট হয়ে যাবে। রাসুলুল্লাহ (ﷺ) বললেন, তুমি বলঃ সুবহানাল্লাহ, আলহামদু লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর। লোকটি এ কথাগুলো উচ্চারণ করল এবং আঙ্গুল দ্বারা গণনা করল। তারপর বলল, ইয়া রাসুলাল্লাহ। এগুলো তো আমার প্রতিপালকের জন্য, তা হলে আমার জন্য কি? তিনি বললেন, তুমি এ কথাগুলো বলবেঃ
اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَعَافِنِي وَارْزُقْنِي
"হে আল্লাহ! আমাকে ক্ষমা কর, আমাকে দয়া কর, আমাকে শান্তি দান কর এবং আমাকে রিযিক দান কর।
রাবী বলেন, আমার ধারণা যে, আমার উস্তাদ এ অংশটুকুও বলেছেনঃ وَاهْدِنِي (আমাকে হিদায়াতের উপর প্রতিষ্ঠিত রাখ!) এরপর লোকটি চলে গেল। রাসূলুল্লাহ্ (ﷺ) তখন বললেন। লোকটি চলে গেল আর তার হাত দু'টো কল্যাণ দ্বারা পূর্ণ করে ফেলল।
(হাদীসটি ইবন আবুদ-দুনিয়া হাজ্জাজ ইবন আরতাত সূত্রে ইবরাহীম সাক্‌সাকীর মাধ্যমে ইবন আবূ আউফা থেকে বর্ণনা করেছেন। বায়হাকী এটি সংক্ষেপে বর্ণনা করেছেন। তবে তিনি 'লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ' কথাটি অতিরিক্ত বর্ণনা করেছেন। এর সনদটি উত্তম।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي التَّسْبِيح وَالتَّكْبِير والتهليل والتحميد على اخْتِلَاف أَنْوَاعه
2408- وَعَن ابْن أبي أوفى رَضِي الله عَنهُ قَالَ قَالَ أَعْرَابِي يَا رَسُول الله إِنِّي قد عَالَجت الْقُرْآن فَلم أستطعه فعلمني شَيْئا يجزىء من الْقُرْآن قَالَ قل سُبْحَانَ الله وَالْحَمْد لله وَلَا إِلَه إِلَّا الله وَالله أكبر فَقَالَهَا وأمسكها بأصابعه فَقَالَ يَا رَسُول الله هَذَا لرَبي فَمَا لي قَالَ تَقول اللَّهُمَّ اغْفِر لي وارحمني وَعَافنِي وارزقني وَأَحْسبهُ قَالَ واهدني وَمضى الْأَعرَابِي فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ذهب الْأَعرَابِي وَقد مَلأ يَدَيْهِ خيرا

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا عَن الْحجَّاج بن أَرْطَاة عَن إِبْرَاهِيم السكْسكِي عَنهُ وَرَوَاهُ الْبَيْهَقِيّ مُخْتَصرا وَزَاد فِيهِ وَلَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه
وَإِسْنَاده جيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৪০৮ | মুসলিম বাংলা