আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৪১১
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
বিভিন্ন প্রকার তাসবীহ, তাকবীর, তাহলীল ও তাহমীদ পাঠের প্রতি উৎসাহ প্রদান
২৪১১. রাসূলুল্লাহ্ (ﷺ) -এর আযাদকৃত গোলাম হযরত আবু রাফি-এর স্ত্রী সালমা (রা) থেকে বর্ণিত যে, তিনি বলেছিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমাকে কয়েকটি বাক্যের কথা বলুন, কিন্তু অধিক নয়। তিনি বললেন, তুমি দশবার আল্লাহু আকবর বলবে। আল্লাহ বলবেন, এটি আমার জন্য। দশবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ বলবেন, এটি আমার জন্য। আর তুমি বলবে, হে আল্লাহ! আমাকে মার্জনা করে দাও। আল্লাহ বলবেন, করলাম। তখন তুমি এ কথাটি দশবার বলবে, আর আল্লাহ বলতে থাকবেন, আমি করলাম।
(হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ সহীহ গ্রন্থের হাদীস বর্ণনায় নির্ভরযোগ্য।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي التَّسْبِيح وَالتَّكْبِير والتهليل والتحميد على اخْتِلَاف أَنْوَاعه
2411- وَعَن سلمى أم بني أبي رَافع رَضِي الله عَنْهَا مولى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَنَّهَا قَالَت يَا رَسُول الله أَخْبرنِي بِكَلِمَات وَلَا تكْثر عَليّ فَقَالَ قولي الله أكبر عشر مَرَّات يَقُول الله هَذَا لي وَقَوْلِي سُبْحَانَ الله عشر مَرَّات يَقُول الله هَذَا لي وَقَوْلِي اللَّهُمَّ اغْفِر لي يَقُول قد فعلت فتقولين عشر مَرَّات وَيَقُول قد فعلت

رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৪১১ | মুসলিম বাংলা