আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৪০১
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
বিভিন্ন প্রকার তাসবীহ, তাকবীর, তাহলীল ও তাহমীদ পাঠের প্রতি উৎসাহ প্রদান
২৪০১. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি একশবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী' পাঠ করল সে একশ উট কুরবানীর সমান পুণ্য লাভ করল। যে ব্যক্তি একবার 'আলহাদু লিল্লাহ' বলল, সে আল্লাহর রাস্তায় সুসজ্জিত একটি ঘোড়া দানের সমান পূণ্য লাভ করল। আর যে ব্যক্তি একশবার আল্লাহু আকবর পাঠ করল, সে মক্কায় একশ উট কুরবানীর সমান পুণ্য লাভ করল। হাদীসটি তাবরানী বর্ণনা করেছেন। সনদে উল্লেখিত সুলায়ম ইবন উসমান ফাওযী ব্যতীত এর সকল বর্ণনাকারীই সহীহ হাদীস বর্ণনায় নির্ভরযোগ্য। সুলায়ম-এর অবস্থা পরে বর্ণনা করে হবে। এখন তার নির্ভরযোগ্যতা ও সমালোচনার দিকটি আমার নিকট উপস্থিত নেই।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي التَّسْبِيح وَالتَّكْبِير والتهليل والتحميد على اخْتِلَاف أَنْوَاعه
2401 - وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من قَالَ سُبْحَانَ الله وَبِحَمْدِهِ كَانَ مثل مائَة بَدَنَة إِذا قَالَهَا مائَة مرّة وَمن قَالَ الْحَمد لله مائَة مرّة كَانَ عدل مائَة فرس مسرج ملجم فِي سَبِيل الله وَمن قَالَ الله أكبر مائَة مرّة كَانَ عدل مائَة بَدَنَة تنحر بِمَكَّة

رَوَاهُ الطَّبَرَانِيّ ورواة إِسْنَاده رُوَاة الصَّحِيح خلا سليم بن عُثْمَان الفوزي يكْشف حَاله فَإِنَّهُ لَا يحضرني الْآن فِيهِ جرح وَلَا عَدَالَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৪০১ | মুসলিম বাংলা