আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৪০২
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
বিভিন্ন প্রকার তাসবীহ, তাকবীর, তাহলীল ও তাহমীদ পাঠের প্রতি উৎসাহ প্রদান
২৪০২. হযরত আবূ হুরায়রা ও আবু সাঈদ (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত যে, তিনি বলেছেনঃ আল্লাহ্ সকল বাক্য থেকে চারটি বাক্যকে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ, আলহামদু লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবর। যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, তার জন্য বিশটি পুণ্য লিখা হবে এবং বিশটি পাপমোচন করা হবে। আর যে ব্যক্তি আল্লাহ আকবর বলবে, সেও এমন পারে। আর যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার জন্যও এরূপ রয়েছে। আর যে ব্যক্তি অন্তর থেকে আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন বলবে, তার জন্য ত্রিশটি নেকী লিখা হবে এবং তার ত্রিশটি গুনাহ মোচন করা হবে।
(হাদীসটি আহমদ, ইবন আবুদ-দুনিয়া ও নাসাঈ বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা নাসাঈীর হাকিমও অনুরূপ বর্ণনা করেছেন এবং বলেছেনঃ হাদীসটি মুসলিমের শর্ত অনুসারে সহীহ। বায়হাকীও এটি বর্ণনা করেছেন এবং শেষাংশে এ কথাটি অতিরিক্ত বলেছেনঃ "যে ব্যক্তি অধিক পরিমাণে আল্লাহর যিকির করবে, সে নিফাক থেকে মুক্ত থাকবে।")
(হাদীসটি আহমদ, ইবন আবুদ-দুনিয়া ও নাসাঈ বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা নাসাঈীর হাকিমও অনুরূপ বর্ণনা করেছেন এবং বলেছেনঃ হাদীসটি মুসলিমের শর্ত অনুসারে সহীহ। বায়হাকীও এটি বর্ণনা করেছেন এবং শেষাংশে এ কথাটি অতিরিক্ত বলেছেনঃ "যে ব্যক্তি অধিক পরিমাণে আল্লাহর যিকির করবে, সে নিফাক থেকে মুক্ত থাকবে।")
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي التَّسْبِيح وَالتَّكْبِير والتهليل والتحميد على اخْتِلَاف أَنْوَاعه
2402 - وَعَن أبي هُرَيْرَة وَأبي سعيد رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الله اصْطفى من الْكَلَام أَرْبعا سُبْحَانَ الله وَالْحَمْد لله وَلَا إِلَه إِلَّا الله وَالله أكبر فَمن قَالَ سُبْحَانَ
الله كتبت لَهُ عشرُون حَسَنَة وحطت عَنهُ عشرُون سَيِّئَة وَمن قَالَ الله أكبر فَمثل ذَلِك وَمن قَالَ لَا إِلَه إِلَّا الله فَمثل ذَلِك وَمن قَالَ الْحَمد لله رب الْعَالمين من قبل نَفسه كتبت لَهُ ثَلَاثُونَ حَسَنَة وحطت عَنهُ ثَلَاثُونَ سَيِّئَة
رَوَاهُ أَحْمد وَابْن أبي الدُّنْيَا وَالنَّسَائِيّ وَاللَّفْظ لَهُ وَالْحَاكِم بِنَحْوِهِ وَقَالَ صَحِيح على شَرط مُسلم وَالْبَيْهَقِيّ وَفِي آخِره وَمن أَكثر ذكر الله فقد برىء من النِّفَاق
الله كتبت لَهُ عشرُون حَسَنَة وحطت عَنهُ عشرُون سَيِّئَة وَمن قَالَ الله أكبر فَمثل ذَلِك وَمن قَالَ لَا إِلَه إِلَّا الله فَمثل ذَلِك وَمن قَالَ الْحَمد لله رب الْعَالمين من قبل نَفسه كتبت لَهُ ثَلَاثُونَ حَسَنَة وحطت عَنهُ ثَلَاثُونَ سَيِّئَة
رَوَاهُ أَحْمد وَابْن أبي الدُّنْيَا وَالنَّسَائِيّ وَاللَّفْظ لَهُ وَالْحَاكِم بِنَحْوِهِ وَقَالَ صَحِيح على شَرط مُسلم وَالْبَيْهَقِيّ وَفِي آخِره وَمن أَكثر ذكر الله فقد برىء من النِّفَاق