আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৩৯১
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
বিভিন্ন প্রকার তাসবীহ, তাকবীর, তাহলীল ও তাহমীদ পাঠের প্রতি উৎসাহ প্রদান
২৩৯১. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী সুবহানাল্লাহিল আযীম, আসতাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলায়হি' বাক্যটি পাঠ করবে, সে যেরূপ পাঠ করেছে, ঠিক সেইরূপে এটি লিখা হবে, তারপর আরশের সাথে এটি লটকিয়ে রাখা হবে। এর পাঠকারীর কৃত কোন গুনাহ একে মুছে ফেলতে পারবে না। সে আল্লাহর সাথে এভাবে সাক্ষাত করবে যে, বাকাটি সে যেরূপ পাঠ করেছিল, মোহরাঙ্কিত অবস্থায় ঠিক তদ্রুপই থাকবে।
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন। ইয়াহইয়া ইবন উমর ইবন মালিক নুকারী ব্যতীত এর সকল বর্ণনাকারীই নির্ভরযোগ্য।)
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন। ইয়াহইয়া ইবন উমর ইবন মালিক নুকারী ব্যতীত এর সকল বর্ণনাকারীই নির্ভরযোগ্য।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي التَّسْبِيح وَالتَّكْبِير والتهليل والتحميد على اخْتِلَاف أَنْوَاعه
2391- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سُبْحَانَ الله وَبِحَمْدِهِ سُبْحَانَ الله الْعَظِيم أسْتَغْفر الله وَأَتُوب إِلَيْهِ
من قَالَهَا كتبت لَهُ كَمَا قَالَهَا
ثمَّ علقت بالعرش لَا يمحوها ذَنْب عمله صَاحبهَا حَتَّى يلقى الله يَوْم الْقِيَامَة وَهِي مختومة كَمَا قَالَهَا
رَوَاهُ الْبَزَّار وَرُوَاته ثِقَات إِلَّا يحيى بن عمر بن مَالك النكري
من قَالَهَا كتبت لَهُ كَمَا قَالَهَا
ثمَّ علقت بالعرش لَا يمحوها ذَنْب عمله صَاحبهَا حَتَّى يلقى الله يَوْم الْقِيَامَة وَهِي مختومة كَمَا قَالَهَا
رَوَاهُ الْبَزَّار وَرُوَاته ثِقَات إِلَّا يحيى بن عمر بن مَالك النكري