আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৩৯২
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
বিভিন্ন প্রকার তাসবীহ, তাকবীর, তাহলীল ও তাহমীদ পাঠের প্রতি উৎসাহ প্রদান
২৩৯২. হযরত মুসআব ইবন সা'দ (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার পিতা সা'দ (রা) বলেছেনঃ আমরা এক সময় রাসূলুল্লাহ্ (ﷺ) -এর নিকট ছিলাম। তিনি বললেন, তোমাদের কেউ কি দৈনিক এক হাজার নেকী উপার্জনে অক্ষম? বৈঠকে উপস্থিত জনৈক ব্যক্তি প্রশ্ন করল, আমাদের কেউ কিভাবে এক হাজার নেকী উপার্জন করবে? তিনি বললেনঃ একশ'বার 'সুবহানাল্লাহ' পাঠ করে নেবে। এভাবে এক হাজার নেকী তার জন্যে লিখিত হবে অথবা তার এক হাজার গুনাহ মোচন করা হবে।
(হাদীসটি মুসলিম ও তিরমিযী বর্ণনা করেছেন। তিরমিযী হাদীসটি সহীহ বলেও মন্তব্য করেছেন। নাসাঈও এটি বর্ণনা করেন।
হুমায়দী (র) বলেনঃ হাদীসটি মুসলিমের সকল বর্ণনায় এরূপই রয়েছেঃ 'অথবা তার এক হাজার গুনাহ মোচন করা হবে।
বারকানী (র) বলেনঃ এ হাদীসটি শু'বা, আবু আওয়ানা এবং ইয়াহইয়া আল-কাত্তান ঐ মূসা থেকেই বর্ণনা করেছেন, যে মুসার বরাতে এটি মুসলিমে বর্ণিত হয়েছে। কিন্তু তাঁরা সবাই বলেছেনঃ 'এবং এক হাজার গুনাহ মোচন করা হবে।'
(হাফিয (র) বলেনঃ মুসলিমের বর্ণনায় 'অথবা' শব্দটি রয়েছে। কিন্তু তিরমিযী ও নাসাঈ এখানে 'এবং' শব্দটি বর্ণনা করেছেন। আল্লাহই ভাল জানেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي التَّسْبِيح وَالتَّكْبِير والتهليل والتحميد على اخْتِلَاف أَنْوَاعه
2392- وَعَن مُصعب بن سعد رَضِي الله عَنهُ قَالَ حَدثنِي أبي قَالَ كُنَّا عِنْد رَسُول
الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ أَيعْجزُ أحدكُم أَن يكْسب كل يَوْم ألف حَسَنَة فَسَأَلَهُ سَائل من جُلَسَائِهِ كَيفَ يكْسب أَحَدنَا ألف حَسَنَة قَالَ يسبح مائَة تَسْبِيحَة فتكتب لَهُ ألف حَسَنَة أَو تحط عَنهُ ألف خَطِيئَة

رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ وَصَححهُ وَالنَّسَائِيّ

قَالَ الْحميدِي رَحمَه الله كَذَا هُوَ فِي كتاب مُسلم فِي جَمِيع الرِّوَايَات أَو تحط

قَالَ البرقاني وَرَوَاهُ شُعْبَة وَأَبُو عوَانَة وَيحيى الْقطَّان عَن مُوسَى الَّذِي رَوَاهُ مُسلم من جِهَته فَقَالُوا وتحط بِغَيْر ألف انْتهى

قَالَ الْحَافِظ هَكَذَا رِوَايَة مُسلم وَأما التِّرْمِذِيّ وَالنَّسَائِيّ فَإِنَّهُمَا قَالَا وتحط بِغَيْر ألف
وَالله أعلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৩৯২ | মুসলিম বাংলা