আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৩৯০
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
বিভিন্ন প্রকার তাসবীহ, তাকবীর, তাহলীল ও তাহমীদ পাঠের প্রতি উৎসাহ প্রদান
২৩৯০. হযরত সুলায়মান ইবন ইয়াসার (র) সূত্রে নবী করীম (ﷺ) এর জনৈক সাহাবী থেকে বর্ণিত যে রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ নূহ (আ) তাঁর ছেলেকে বলেছিলেন। আমি তোমাকে একটি ওসীয়ত করছি, আর একটির মধ্যেই সীমাবদ্ধতা রাখছি, যাতে তুমি তা ভুলে না যাও। তোমাকে দু'টি কাজের উপদেশ দিচ্ছি আর দু’টি বিষয় থেকে নিষেধ করছি। যে দু'টি উপদেশ দিচ্ছি, সেগুলো এমন বিষয়, যদ্বারা আল্লাহ্ এবং তাঁর পুণ্যশীল বান্দাগণ খুশি হন এবং এগুলো মানুষকে আল্লাহর দরবারে ঘনিষ্ট করে দেয়। তোমাকে 'লা ইলাহা ইল্লাল্লাহ' পাঠের উপদেশ দিচ্ছি। কেননা আসমান-যমীন যদি একটি লোহার গোলকে পরিণত হয়, তবে এ কালেমাটি এগুলো চুরমার করে দেবে। সকল আসমান-যমীন যদি এক পাল্লায় রাখা হয় আর কালেমাকে অপর পাল্লায় রাখা হয়, তবে এ পাল্লাটিই ওজনে ভারী হবে। তোমাকে 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী' পাঠ করার উপদেশ দিচ্ছি। কারণ এটি হল সকল সৃষ্টির তসবীহ আর এর বরকতেই সমগ্র সৃষ্টি জগতকে রিযুক প্রদান করা হয়। সকল বস্তুই আল্লাহর প্রশংসা সহ তাঁর পবিত্রতা বর্ণনা করে, কিন্তু তোমরা তাদের তাসবীহ পাঠ অনুধাবন করতে পার না। নিশ্চয়ই তিনি অতি সহনশীল ও ক্ষমাপরায়ণ। যে দু'টি বিষয় থেকে আমি তোমাকে নিষেধ করছি, সেগুলোর দ্বারা আল্লাহ ও তাঁর পুণ্যশীল বান্দাদের থেকে দূরত্ব সৃষ্টি হয়। তোমাকে শিরক ও অহংকার থেকে নিষেধ করছি।
(হাদীসটি নাসাঈ বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই। বাযযার এবং হাকিম এটি আবদুল্লাহ ইবন আমর থেকে বর্ণনা করেছেন। হাকিম বলেছেনঃ হাদীসটির সনদ সহীহ।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي التَّسْبِيح وَالتَّكْبِير والتهليل والتحميد على اخْتِلَاف أَنْوَاعه
2390- وَعَن سُلَيْمَان بن يسَار رَضِي الله عَنهُ عَن رجل من الْأَنْصَار أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ قَالَ نوح لِابْنِهِ إِنِّي مُوصِيك بِوَصِيَّة وقاصرها لكَي لَا تنساها أوصيك بِاثْنَتَيْنِ وأنهاك عَن اثْنَتَيْنِ أما اللَّتَان أوصيك بهما فيستبشر الله بهما وَصَالح خلقه وهما يكثران الولوج على الله أوصيك بِلَا إِلَه إِلَّا الله فَإِن السَّمَوَات وَالْأَرْض لَو كَانَتَا حَلقَة قصمتهما وَلَو كَانَتَا فِي كفة وزنتهما وأوصيك بسبحان الله وَبِحَمْدِهِ فَإِنَّهُمَا صَلَاة الْخلق وَبِهِمَا يرْزق الْخلق وَإِن من شَيْء إِلَّا يسبح بِحَمْدِهِ وَلَكِن لَا تفقهون تسبيحهم إِنَّه كَانَ حَلِيمًا غَفُورًا وَأما اللَّتَان أَنهَاك عَنْهُمَا فيحتجب الله مِنْهُمَا وَصَالح خلقه أَنهَاك عَن الشّرك وَالْكبر

رَوَاهُ النَّسَائِيّ وَاللَّفْظ لَهُ وَالْبَزَّار وَالْحَاكِم من حَدِيث عبد الله بن عَمْرو وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৩৯০ | মুসলিম বাংলা