আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৩৮৯
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
বিভিন্ন প্রকার তাসবীহ, তাকবীর, তাহলীল ও তাহমীদ পাঠের প্রতি উৎসাহ প্রদান
২৩৮৯. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি দিনে একশ'বার 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী' পাঠ করবে, তার গুনাহসমূহ মাফ করে দেয়া হবে, যদিও তা সাগরের ফেনার পরিমাণ হয়।
(হাদীসটি মুসলিম, তিরমিযী এবং নাসাঈ একটি দীর্ঘ হাদীসের শেষাংশে বর্ণনা করেছেন, যা সামনে আসবে ইনশা আল্লাহ।
নাসাঈর অপর এক বর্ণনায় রয়েছেঃ যে ব্যক্তি 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী' পাঠ করবে, আল্লাহ্ তার গুনাহসমূহ মুছে দেবেন যদিও তা সাগরের ফেনার চেয়ে বেশি হয়। এখানে 'দিনে একশ'বার' কথাটির উল্লেখ নেই। হাদীস দু'টির সনদ মুত্তাসিল এবং বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي التَّسْبِيح وَالتَّكْبِير والتهليل والتحميد على اخْتِلَاف أَنْوَاعه
2389- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ وَمن قَالَ سُبْحَانَ الله وَبِحَمْدِهِ فِي يَوْم مائَة مرّة غفرت لَهُ ذنُوبه وَإِن كَانَت مثل زبد الْبَحْر

رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ فِي آخر حَدِيث يَأْتِي إِن شَاءَ الله تَعَالَى

وَفِي رِوَايَة للنسائي من قَالَ سُبْحَانَ الله وَبِحَمْدِهِ حط الله عَنهُ ذنُوبه وَإِن كَانَت أَكثر من زبد الْبَحْر
لم يقل فِي هَذِه فِي يَوْم وَلم يقل مائَة مرّة وإسنادهما مُتَّصِل ورواتهما ثِقَات
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৩৮৯ | মুসলিম বাংলা