আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৩৮৮
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
বিভিন্ন প্রকার তাসবীহ, তাকবীর, তাহলীল ও তাহমীদ পাঠের প্রতি উৎসাহ প্রদান
২৩৮৮. হযরত আবূ উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যার জন্য রাত্রি জাগরণ কঠিন হয় অথবা অর্থ ব্যয়ে কৃপণতা আসে অথবা শত্রুর মুখোমুখি হতে কাপুরুষতা অনুভূত হয়, সে যেন বেশি করে 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী' পাঠ করে। কেননা এ বাক্যটি মহান আল্লাহর নিকট তাঁর পথে সোনার পাহাড় খরচ করে ফেলার চেয়েও অধিকতর প্রিয়।
(হাদীসটি ফিরয়াবী এবং তাবারানী বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাবারানীর। হাদীসটি গরীব হলেও এর সনদে কোন দোষ নেই।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي التَّسْبِيح وَالتَّكْبِير والتهليل والتحميد على اخْتِلَاف أَنْوَاعه
2388- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من هاله اللَّيْل أَن يكابده أَو بخل بِالْمَالِ أَن يُنْفِقهُ أَو جبن عَن الْعَدو أَن يقاتله فليكثر من سُبْحَانَ الله وَبِحَمْدِهِ فَإِنَّهَا أحب إِلَى الله من جبل ذهب يُنْفِقهُ فِي سَبِيل الله عز وَجل

رَوَاهُ الْفرْيَابِيّ وَالطَّبَرَانِيّ وَاللَّفْظ لَهُ وَهُوَ حَدِيث غَرِيب وَلَا بَأْس بِإِسْنَادِهِ إِن شَاءَ الله
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৩৮৮ | মুসলিম বাংলা