আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ

হাদীস নং: ২২৯৩
অধ্যায়ঃ কুরআন পাঠ
সূরা 'ফালাক' ও 'নাস' পাঠে উৎসাহ দান
২২৯৩. এ হাদীসটি ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে নিম্নোক্ত শব্দমালায় বর্ণনা করেছেন। আমি বললামঃ ইয়া রাসুলাল্লাহ। আমাকে সূরা হূদ ও সূরা ইউসুফের কয়েকটি আয়াত শিখিয়ে দিন। নবী করীম (ﷺ) বললেন, যে উকবা ইবন আমির। তুমি সূরা ফালাকের চেয়ে আল্লাহর নিকট অধিক পসন্দনীয় ও অধিক কার্যকরী কোন সুরা পাঠ করতে পারবে না। যদি পার, তাহলে সালাতেও এটি পাঠ করবে।
হাকিমও এটি অনুরূপভাবে বর্ণনা করেছেন এবং বলেছেনঃ হাদীসটি সনদ সহীহ। ইবন হিব্বান ও হাকিমের বর্ণনায় সূরা নাসের উল্লেখ নেই।
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة المعوذتين
2293- وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَلَفظه قلت يَا رَسُول الله أقرئني آيا من سُورَة هود وآيا من سُورَة يُوسُف فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَا عقبَة بن عَامر إِنَّك لن تقْرَأ سُورَة أحب إِلَى الله وَلَا أبلغ عِنْده من أَن تقْرَأ قل أعوذ بِرَبّ الفلق
فَإِن اسْتَطَعْت أَن لَا تفوتك فِي الصَّلَاة فافعل

وَرَوَاهُ الْحَاكِم بِنَحْوِ هَذِه
وَقَالَ صَحِيح الْإِسْنَاد وَلَيْسَ عِنْدهمَا ذكر قل أعوذ بِرَبّ النَّاس
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২২৯৩ | মুসলিম বাংলা