আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ

হাদীস নং: ২২৯৪
অধ্যায়ঃ কুরআন পাঠ
সূরা 'ফালাক' ও 'নাস' পাঠে উৎসাহ দান
২২৯৪. হযরত জাবির ইবন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে জাবির। তুমি পাঠ কর। আমি বললাম, আমার পিতা-মাতা আপনার উপর উৎসর্গীকৃত হোন। আমি কি পাঠ করব? তিনি বললেন, সূরা ফালাক ও সূরা নাস। অতএব আমি এগুলো পাঠ করলাম। তিনি বললেন, আবারও পাঠ কর। কেননা এগুলোর তুল্য কোন সুরা তুমি পাঠ করতে পারবে না।
(হাদীসটি নাসাঈ এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। এ অধ্যায় ছাড়াও ইনশা আল্লাহ্ এ দু'টির আলোচনা আসবে।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة المعوذتين
2294- وَعَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اقْرَأ يَا جَابر فَقلت وَمَا أَقرَأ بِأبي أَنْت وَأمي قَالَ قل أعوذ بِرَبّ الفلق وَقل أعوذ بِرَبّ النَّاس فقرأتهما فَقَالَ اقْرَأ بهما وَلنْ تقْرَأ بمثلهما

رَوَاهُ النَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَسَيَأْتِي ذكرهمَا فِي غير هَذَا الْبَاب إِن شَاءَ الله تَعَالَى
كتاب الذّكر وَالدُّعَاء التَّرْغِيب فِي الْإِكْثَار من ذكر الله سرا وجهرا
والمداومة عَلَيْهِ وَمَا جَاءَ فِيمَن لم يكثر ذكر الله تَعَالَى
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২২৯৪ | মুসলিম বাংলা