আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ
হাদীস নং: ২২৯২
অধ্যায়ঃ কুরআন পাঠ
সূরা 'ফালাক' ও 'নাস' পাঠে উৎসাহ দান
২২৯২. আবু দাউদের অপর এক বর্ণনায় রয়েছে। এ সময় আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সাথে জুহফা ও আবওয়া নামক স্থানদ্বয়ের মাঝে ভ্রমণ করছিলাম। হঠাৎ প্রচণ্ড বাতাস ও গভীর অন্ধকার আমাদেরকে আচ্ছন্ন করে ফেলল। রাসূলুল্লাহ (ﷺ) তখন সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে আশ্রয় প্রার্থনা করতে লাগলেন এবং বলতে লাগলেন, হে উক্বা! তুমিও এ দু'টি দিয়ে আশ্রয় প্রার্থনা কর। কেননা কোন আশ্রয় প্রার্থনাকারী এমন দু'টি জিনিস দিয়ে কখনো আশ্রয় প্রার্থনা করেনি। উকবা বলেন, আমি রাসুলুল্লাহ (ﷺ) -কে এ দু'টি সূরা দিয়ে আমাদের সালাতে ইমামতি করতে শুনেছি।
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة المعوذتين
2292- وَفِي رِوَايَة لابي دَاوُد قَالَ بَيْنَمَا أَنا أَسِير مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بَين الْجحْفَة والأبواء إِذْ غشيتنا ريح وظلمة شَدِيدَة فَجعل رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يتَعَوَّذ بأعوذ بِرَبّ الفلق وَأَعُوذ بِرَبّ النَّاس وَيَقُول يَا عقبَة تعوذ بهما فَمَا تعوذ متعوذ بمثلهما
قَالَ وسمعته يؤمنا بهما فِي الصَّلَاة
قَالَ وسمعته يؤمنا بهما فِي الصَّلَاة