আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ
হাদীস নং: ২২৯১
অধ্যায়ঃ কুরআন পাঠ
সূরা 'ফালাক' ও 'নাস' পাঠে উৎসাহ দান
২২৯১. হযরত উকবা ইবন আমির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তুমি কি দেখ নাই যে, আজ রাতে কয়েকটি এমন আয়াত নাযিল হয়েছে, যার তুল্য আয়াত আর দেখা যায় নাই। এগুলো হল, সুরা ফালাক ও সূরা নাস।
(হাদীসটি মুসলিম, তিরমিযী, নাসাঈ ও আবু দাউদ বর্ণনা করেছেন। আবু দাউদের ভাষ্য হলঃ আমি সফরে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর বাহনের রশি টেনে নিয়ে যাচ্ছিলাম। তিনি বললেন, হে উক্বা! আমি কি তোমাকে কুরআনের দু'টি উত্তম সূরা শিখিয়ে দিব না? তারপর তিনি সূরা ফালাক ও সূরা নাস আমাকে শিখিয়ে দিলেন। এরপর উক্বা পূর্ণ হাদীসটি বর্ণনা করেন।)
(হাদীসটি মুসলিম, তিরমিযী, নাসাঈ ও আবু দাউদ বর্ণনা করেছেন। আবু দাউদের ভাষ্য হলঃ আমি সফরে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর বাহনের রশি টেনে নিয়ে যাচ্ছিলাম। তিনি বললেন, হে উক্বা! আমি কি তোমাকে কুরআনের দু'টি উত্তম সূরা শিখিয়ে দিব না? তারপর তিনি সূরা ফালাক ও সূরা নাস আমাকে শিখিয়ে দিলেন। এরপর উক্বা পূর্ণ হাদীসটি বর্ণনা করেন।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة المعوذتين
2291- عَن عقبَة بن عَامر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ألم تَرَ آيَات أنزلت اللَّيْلَة لم ير مِثْلهنَّ قل أعوذ بِرَبّ الفلق وَقل أعوذ بِرَبّ النَّاس
رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَأَبُو دَاوُد وَلَفظه قَالَ كنت أَقُود برَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي السّفر فَقَالَ يَا عقبَة أَلا أعلمك خير سورتين قرئتا فعلمني قل أعوذ بِرَبّ الفلق وَقل أعوذ بِرَبّ النَّاس
فَذكر الحَدِيث
رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَأَبُو دَاوُد وَلَفظه قَالَ كنت أَقُود برَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي السّفر فَقَالَ يَا عقبَة أَلا أعلمك خير سورتين قرئتا فعلمني قل أعوذ بِرَبّ الفلق وَقل أعوذ بِرَبّ النَّاس
فَذكر الحَدِيث