আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ
হাদীস নং: ২২৯০
অধ্যায়ঃ কুরআন পাঠ
সূরা ইখলাস পাঠে উৎসাহ প্রদান
২২৯০. এ হাদীসটি বুখারী এবং তিরমিযী হযরত আনাস (রা) থেকেও আরও দীর্ঘ আকারে বর্ণনা করেছেন। এর শেষাংশে এ কথাটি রয়েছেঃ নবী করীম (ﷺ) যখন তাদের কাছে আসলেন, তখন তারা বিষয়টি তাঁর কাছে বলল। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, হে অমুক। তোমার সাথীগণ যা বলে, তা করতে তোমাকে কিসে বাধা দেয় এবং প্রতি রাকাআতে এ সূরাটি অবলম্বন করতে তোমাকে কিসে উদ্বুদ্ধ করে? সে বলল, আমি এ সূরাটিকে ভাসবাসি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এর ভালবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে।
(হাফিয বলেন) 'সালাতের পর কি দু'আ পাঠ করবে' এ শিরোনামেও এ সম্পর্কীয় অনেক হাদীস রয়েছে এবং বিভিন্ন অধ্যায়ে ইতিপূর্বেও সূরা ইখলাসের ফযীলত সম্পর্কে হাদীসটি অতিবাহিত হয়েছে।
(হাফিয বলেন) 'সালাতের পর কি দু'আ পাঠ করবে' এ শিরোনামেও এ সম্পর্কীয় অনেক হাদীস রয়েছে এবং বিভিন্ন অধ্যায়ে ইতিপূর্বেও সূরা ইখলাসের ফযীলত সম্পর্কে হাদীসটি অতিবাহিত হয়েছে।
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة قل هُوَ الله أحد
2290- وَرَوَاهُ البُخَارِيّ أَيْضا وَالتِّرْمِذِيّ عَن أنس أطول مِنْهُ وَقَالَ فِي آخِره فَلَمَّا أَتَاهُم النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَخْبرُوهُ الْخَبَر فَقَالَ يَا فلَان مَا يمنعك أَن تفعل مَا يَأْمُرك بِهِ أَصْحَابك وَمَا يحملك على لُزُوم هَذِه السُّورَة فِي كل رَكْعَة فَقَالَ إِنِّي أحبها فَقَالَ حبك إِيَّاهَا أدْخلك الْجنَّة
قَالَ الْحَافِظ وَفِي بَاب مَا يَقُوله دبر الصَّلَوَات وَغَيره أَحَادِيث من هَذَا الْبَاب وَتقدم أَيْضا أَحَادِيث تَتَضَمَّن فَضلهَا فِي أَبْوَاب مُتَفَرِّقَة
قَالَ الْحَافِظ وَفِي بَاب مَا يَقُوله دبر الصَّلَوَات وَغَيره أَحَادِيث من هَذَا الْبَاب وَتقدم أَيْضا أَحَادِيث تَتَضَمَّن فَضلهَا فِي أَبْوَاب مُتَفَرِّقَة