আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ

হাদীস নং: ২২৮৩
অধ্যায়ঃ কুরআন পাঠ
সূরা ইখলাস পাঠে উৎসাহ প্রদান
২২৮৩. হযরত আবূ হুরায়রা (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একদিন বললেন, তোমরা সমবেত হও। কেননা আমি তোমাদের নিকট কুরআনের এক-তৃতীয়াংশ পাঠ করব। অতএব যারা সমবেত হওয়ার ছিল, সমবেত হল। রাসুলুল্লাহ্ (ﷺ) বেরিয়ে আসলেন এবং সূরা ইখলাস পাঠ করলেন। তারপর ঘরে চলে গেলেন। আমাদের কেউ বলতে লাগল, আমাদের মনে হয় আসমান থেকে কোন সংবাদ(ওহী) এসেছে। আর এ কারণেই তিনি ঘরে চলে গিয়েছেন। একটু পর নবী করীম (ﷺ) বেরিয়ে আসলেন এবং বললেনঃ আমি তোমাদেরকে বলেছিলাম যে, কুরআনের এক-তৃতীয়াংশ পাঠ করে শুনাব। মনে রেখো, এ সূরাটি কুরআনের এক-তৃতীয়াংশের সমান।
(হাদীসটি মুসলিম ও তিরমিযী বর্ণনা করেছেন।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة قل هُوَ الله أحد
2283- وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم احشدوا فَإِنِّي سأقرأ عَلَيْكُم ثلث الْقُرْآن فحشد من حشد ثمَّ خرج النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَرَأَ قل هُوَ الله أحد ثمَّ دخل
فَقَالَ بَعْضنَا لبَعض إِنَّا نرى هَذَا خَبرا جَاءَهُ من السَّمَاء فَذَلِك الَّذِي أدخلهُ ثمَّ خرج نَبِي الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ إِنِّي قلت لكم سأقرأ عَلَيْكُم ثلث الْقُرْآن أَلا إِنَّهَا تعدل ثلث الْقُرْآن

رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২২৮৩ | মুসলিম বাংলা