আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ

হাদীস নং: ২২৮২
অধ্যায়ঃ কুরআন পাঠ
সূরা ইখলাস পাঠে উৎসাহ প্রদান
২২৮২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেনআমি রাসূলুল্লাহ (ﷺ) -এর সাথে আসলাম। তিনি এক ব্যক্তিকে সূরা ইখলাস সম্পূর্ণ পাঠ করতে শুনলেন। রাসূলুল্লাহ (ﷺ) তখন বললেন, "অবধারিত হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসুলাল্লাহ। কি অবধারিত হয়ে গেল ? তিনি বললেন, জান্নাত। আবূ হুরায়রা (রা) বলেন, আমি ইচ্ছা করলাম যে, লোকটির কাছে গিয়ে এ সুসংবাদ দেই; কিন্তু আমার আশংকা হল যে, রাসুলুল্লাহ (ﷺ)-এর সাথে আমার নাশতা ছুটে যায় কিনা। একটু পরে আমি তার কাছে গেলাম। কিন্তু গিয়ে দেখলাম, ততক্ষণে লোকটি চলে গিয়েছে।
(হাদীসটি মালিক বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই। তিরমিযীও এটি বর্ণনা করেন, কিন্তু তাঁর বর্ণনায় আবু হুরায়রা (রা)-এর এ উক্তিটি নেই। "আমি ইচ্ছা করলাম, তাকে গিয়ে………………।” তিরমিযী বলেন, হাদীসটি হাসান, সহীহ ও গরীব। নাসাঈ এবং হাকিমও এটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটির সনদ)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة قل هُوَ الله أحد
2282- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ أَقبلت مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَسمع رجلا يقْرَأ قل هُوَ الله أحد الله الصَّمد لم يلد وَلم يُولد وَلم يكن لَهُ كفوا أحد فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَجَبت‘ فَسَأَلته مَاذَا يَا رَسُول الله فَقَالَ الْجنَّة فَقَالَ أَبُو هُرَيْرَة فَأَرَدْت أَن أذهب إِلَى الرجل فأبشره ثمَّ فرقت أَن يفوتني الْغَدَاء مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثمَّ ذهبت إِلَى الرجل فَوَجَدته قد ذهب
رَوَاهُ مَالك وَاللَّفْظ لَهُ وَالتِّرْمِذِيّ وَلَيْسَ عِنْده قَول أبي هُرَيْرَة فَأَرَدْت إِلَى آخِره وَقَالَ حَدِيث حسن صَحِيح غَرِيب وَالنَّسَائِيّ وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২২৮২ | মুসলিম বাংলা