আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ

হাদীস নং: ২২৮১
অধ্যায়ঃ কুরআন পাঠ
সূরা তাকাছুর পাঠে উৎসাহ দান
২২৮১. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ কি প্রতিদিন এক হাজার আয়াত তিলাওয়াত করতে পারবে না? সাহাবীগণ বললেন, এটা কে পারবে? তিনি বললেন, তোমাদের কেউ কি সূরা তাকাসুর তিলাওয়াত করতে পারবে না।
(হাদীসটি হাকিম উকবা ইবন মুহাম্মদ... নাফি'... হযরত ইবন উমর (রা) সূত্রে বর্ণনা করেছেন। এ সনদের সকল বর্ণনাকারীই নির্ভরযোগ্য, তবে উকবাকে আমি চিনি না।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة أَلْهَاكُم التكاثر
2281- عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا يَسْتَطِيع أحدكُم أَن يقْرَأ ألف آيَة كل يَوْم قَالُوا وَمن يَسْتَطِيع ذَلِك قَالَ أما يَسْتَطِيع أحدكُم أَن يقْرَأ أَلْهَاكُم التكاثر

رَوَاهُ الْحَاكِم عَن عقبَة بن مُحَمَّد عَن نَافِع عَن ابْن عمر وَرِجَال إِسْنَاده ثِقَات إِلَّا أَن عقبَة لَا أعرفهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২২৮১ | মুসলিম বাংলা