আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ
হাদীস নং: ২২৮০
অধ্যায়ঃ কুরআন পাঠ
সূরা যিলযাল ও এর সাথে আলোচিত কয়েকটি সূরা পাঠের প্রতি উৎসাহ দান
২২৮০. হযরত আনাস (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর জনৈক সাহাবীকে বলেছিলেন, হে অমুক। তুমি কি বিয়ে করেছ? সে বলল, জ্বী না, ইয়া রাসুলাল্লাহ। আল্লাহর শপথ। আর আমার নিকট বিয়ে করার মত কোন সম্পদও নেই। তিনি বললেন, তোমার নিকট কি সুরা ইখলাস নেই? সে বলল জ্বী, হ্যাঁ। তিনি বললেন, এটি হল কুরআনের এক-তৃতীয়াংশ। তিনি বললেন, তোমার কাছে কি সূরা নাসর নেই? সে বলল, জ্বী হ্যাঁ। তিনি বললেন, এটি হল কুরআনের এক-চতুর্থাংশ। তিনি আবার জিজ্ঞাসা করলেন, তোমার নিকট সূরা কাফিরুন নেই? সে বলল, জ্বী হ্যা। তিনি বললেন, এটি হল কুরআনের এক-চতুর্থাংশ। তিনি আবার প্রশ্ন করলেন, তোমার নিকট কি সূরা যিলযাল নেই? সে বলল জ্বী হ্যাঁ। তিনি বললেন, এটিও কুরআনের এক-চতুর্থাংশ। অতএব তুমি বিয়ে কর। বিয়ে কর।।
(হাদীসটি তিরমিযী সালামা ইব্ন ওয়ারদান সূত্রে হযরত আনাস (রা) থেকে বর্ণনা করেছেন। তিরমিযী বলেছেনঃ হাদীসটি হাসান। মুসলিম 'কিতাবুত তামঈয' নামক গ্রন্থে এ হাদীসটির সমালোচনা করেছেন। সালামা প্রসঙ্গে আলোচনা সামনে আসবে ইনশা আল্লাহ।)
(হাদীসটি তিরমিযী সালামা ইব্ন ওয়ারদান সূত্রে হযরত আনাস (রা) থেকে বর্ণনা করেছেন। তিরমিযী বলেছেনঃ হাদীসটি হাসান। মুসলিম 'কিতাবুত তামঈয' নামক গ্রন্থে এ হাদীসটির সমালোচনা করেছেন। সালামা প্রসঙ্গে আলোচনা সামনে আসবে ইনশা আল্লাহ।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة إِذا زلزلت وَمَا يذكر مَعهَا
2280- وَعَن أنس رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لرجل من أَصْحَابه هَل تزوجت يَا فلَان قَالَ لَا وَالله يَا رَسُول الله وَلَا عِنْدِي مَا أَتزوّج بِهِ قَالَ أَلَيْسَ مَعَك قل هُوَ الله أحد قَالَ بلَى
قَالَ ثلث الْقُرْآن
قَالَ أَلَيْسَ مَعَك إِذا جَاءَ نصر الله وَالْفَتْح قَالَ بلَى
قَالَ ربع الْقُرْآن
قَالَ أَلَيْسَ مَعَك قل يَا أَيهَا الْكَافِرُونَ قَالَ بلَى
قَالَ ربع الْقُرْآن
قَالَ أَلَيْسَ مَعَك إِذا زلزلت الأَرْض قَالَ بلَى
قَالَ ربع الْقُرْآن تزوج تزوج
رَوَاهُ التِّرْمِذِيّ عَن سَلمَة بن وردان عَن أنس وَقَالَ هَذَا حَدِيث حسن انْتهى
وَقد تكلم فِي هَذَا الحَدِيث مُسلم فِي كتاب التَّمْيِيز وَسَلَمَة يَأْتِي الْكَلَام عَلَيْهِ إِن شَاءَ الله تَعَالَى
قَالَ ثلث الْقُرْآن
قَالَ أَلَيْسَ مَعَك إِذا جَاءَ نصر الله وَالْفَتْح قَالَ بلَى
قَالَ ربع الْقُرْآن
قَالَ أَلَيْسَ مَعَك قل يَا أَيهَا الْكَافِرُونَ قَالَ بلَى
قَالَ ربع الْقُرْآن
قَالَ أَلَيْسَ مَعَك إِذا زلزلت الأَرْض قَالَ بلَى
قَالَ ربع الْقُرْآن تزوج تزوج
رَوَاهُ التِّرْمِذِيّ عَن سَلمَة بن وردان عَن أنس وَقَالَ هَذَا حَدِيث حسن انْتهى
وَقد تكلم فِي هَذَا الحَدِيث مُسلم فِي كتاب التَّمْيِيز وَسَلَمَة يَأْتِي الْكَلَام عَلَيْهِ إِن شَاءَ الله تَعَالَى