আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ

হাদীস নং: ২২৭৯
অধ্যায়ঃ কুরআন পাঠ
সূরা যিলযাল ও এর সাথে আলোচিত কয়েকটি সূরা পাঠের প্রতি উৎসাহ দান
২২৭৯. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সূরা যিলযাল অর্ধেক কুরআনের সমান, সূরা ইখলাস কুরআনের এক-তৃতীয়াংশের সমান এবং সূরা কাফিরুন কুরআনের এক- চতুর্থাংশের সমান।
(হাদীসটি তিরমিযী ও হাকিম উভয়েই ইয়ামান ইবনুল মুগীরা আনাযী... আতা... ইবন আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি গরীব। ইয়ামান ইবনুল মুগীরার সূত্র ব্যতীত এটিকে আমি চিনি না। হাকিম বলেন, এর সনদ সহীহ।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة إِذا زلزلت وَمَا يذكر مَعهَا
2279- عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا زلزلت تعدل نصف الْقُرْآن وَقل هُوَ الله أحد تعدل ثلث الْقُرْآن وَقل يَا أَيهَا الْكَافِرُونَ تعدل ربع الْقُرْآن

وَإِسْنَاده مُتَّصِل وَرُوَاته ثِقَات مَشْهُورُونَ وَرَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
رَوَاهُ التِّرْمِذِيّ وَالْحَاكِم كِلَاهُمَا عَن يمَان بن الْمُغيرَة الْعَنزي حَدثنَا عَطاء عَن ابْن عَبَّاس وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث غَرِيب لَا نعرفه إِلَّا من حَدِيث يمَان بن الْمُغيرَة وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২২৭৯ | মুসলিম বাংলা