আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ

হাদীস নং: ২২৭৮
অধ্যায়ঃ কুরআন পাঠ
সূরা তাকভীর ও এর সাথে আলোচিত কয়েকটি সূরা পাঠের প্রতি উৎসাহ দান
২২৭৮. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি পসন্দ করে যে, সে কিয়ামত দিবসকে চাক্ষুষ প্রত্যক্ষ করবে, সে যেন সূরা তাক্‌ভীর, সূরা ইনফিতার ও সূরা ইনশিকাক পাঠ করে নেয়।
(হাদীসটি তিরমিযী প্রমুখ বর্ণনা করেছেন। (সংকলক বলেন)ঃ তিরমিযী এ হাদীসটি সম্পর্কে কোন মন্তব্য করেননি। অথচ এর সনদ মুত্তাসিল এবং বর্ণনাকারীগণ সুপরিচিত ও নির্ভরযোগ্য। হাকিম এ হাদীসটি বর্ণনা করে একে সহীহ সনদবিশিষ্ট বলে উল্লেখ করেছেন।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة إِذا الشَّمْس كورت وَمَا يذكر مَعهَا
2278- عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من سره أَن ينظر إِلَى يَوْم الْقِيَامَة كَأَنَّهُ رَأْي الْعين فليقرأ إِذا الشَّمْس كورت وَإِذا السَّمَاء انفطرت وَإِذا السَّمَاء انشقت

رَوَاهُ التِّرْمِذِيّ وَغَيره
قَالَ المملي رَضِي الله عَنهُ لم يصف التِّرْمِذِيّ هَذَا الحَدِيث بِحسن وَلَا بغرابة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২২৭৮ | মুসলিম বাংলা