আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ
হাদীস নং: ২২৭৭
অধ্যায়ঃ কুরআন পাঠ
সূরা মুলক পাঠের প্রতি উৎসাহ দান
২২৭৭. হযরত আবদুল্লাহ্ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, মানুষকে যখন কবরে রাখা হবে, তখন তার পদদ্বয়ের দিক দিয়ে (আযাবের ফিরিশতা) আসবে। সূরা মুল্ক তখন বলবে, আমার এদিক দিয়ে তোমাদের কোন পথ নেই। কারণ সে সূরা মুলক পড়ত। তারপর ফিরিশতা তার বক্ষ অথবা পেটের দিক দিয়ে আসবে। সে তখন বলবে, আমার এ দিক দিয়ে তোমাদের কোন পথ নেই। সে সূরা মুলক পাঠ করত। অতঃপর তার মাথার দিক দিয়ে আসবে। সে বলবে, আমার এ দিক দিয়ে তোমাদের কোন পথ নেই। সে সূরা মূলক পাঠ করত। বস্তুত এটি হচ্ছে প্রতিরোধকারী যে কবরের আযাবকে প্রতিরোধ করে। এটি তাওরাতেও সূরা মুলক নামে পরিচিত। যে এটি রাতে পাঠ করে নিল, সে অনেক কিছু করে ফেলল এবং অনেক পুণ্য কাজ করল।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এর সনদ সহীহ। এটি নাসাঈতে এরূপ সংক্ষেপে বর্ণিত হয়েছে। যে ব্যক্তি প্রতিরাত্রে সূরা মুল্ক পাঠ করবে, মহান আল্লাহ্ এরদ্বারা তাকে কবরের আযাব থেকে হিফাযত করবেন। আমরা রাসূলুল্লাহ্ (ﷺ) -এর যুগে এ সূরাটিকে প্রতিরোধকারী বলে অভিহিত করতাম। এটি মহান আল্লাহর কিতাবের এমন সূরা যে, যে ব্যক্তি রাত্রি বেলায় এটি পাঠ করে নিল, সে অনেক কিছু করলো এবং অনেক পুণ্য কাজ করে নিল।)
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এর সনদ সহীহ। এটি নাসাঈতে এরূপ সংক্ষেপে বর্ণিত হয়েছে। যে ব্যক্তি প্রতিরাত্রে সূরা মুল্ক পাঠ করবে, মহান আল্লাহ্ এরদ্বারা তাকে কবরের আযাব থেকে হিফাযত করবেন। আমরা রাসূলুল্লাহ্ (ﷺ) -এর যুগে এ সূরাটিকে প্রতিরোধকারী বলে অভিহিত করতাম। এটি মহান আল্লাহর কিতাবের এমন সূরা যে, যে ব্যক্তি রাত্রি বেলায় এটি পাঠ করে নিল, সে অনেক কিছু করলো এবং অনেক পুণ্য কাজ করে নিল।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة سُورَة تبَارك الَّذِي بِيَدِهِ الْملك
2277- وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ يُؤْتى الرجل فِي قَبره فتؤتى رِجْلَاهُ فَتَقول لَيْسَ لكم على مَا قبلي سَبِيل كَانَ يقْرَأ سُورَة الْملك ثمَّ يُؤْتى من قبل صَدره أَو قَالَ بَطْنه فَيَقُول لَيْسَ لكم على مَا قبلي سَبِيل كَانَ يقْرَأ فِي سُورَة الْملك ثمَّ يُؤْتى من قبل رَأسه فَيَقُول لَيْسَ لكم على مَا قبلي سَبِيل كَانَ يقْرَأ فِي سُورَة الْملك فَهِيَ الْمَانِعَة تمنع عَذَاب الْقَبْر وَهِي فِي التَّوْرَاة سُورَة الْملك من قَرَأَهَا فِي لَيْلَة فقد أَكثر وَأطيب
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد وَهُوَ فِي النَّسَائِيّ مُخْتَصر من قَرَأَ تبَارك الَّذِي بِيَدِهِ الْملك كل لَيْلَة مَنعه الله عز وَجل بهَا من عَذَاب الْقَبْر وَكُنَّا فِي عهد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم نسميها الْمَانِعَة وَإِنَّهَا فِي كتاب الله عز وَجل سُورَة من قَرَأَ بهَا فِي كل لَيْلَة فقد أَكثر وأطاب
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد وَهُوَ فِي النَّسَائِيّ مُخْتَصر من قَرَأَ تبَارك الَّذِي بِيَدِهِ الْملك كل لَيْلَة مَنعه الله عز وَجل بهَا من عَذَاب الْقَبْر وَكُنَّا فِي عهد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم نسميها الْمَانِعَة وَإِنَّهَا فِي كتاب الله عز وَجل سُورَة من قَرَأَ بهَا فِي كل لَيْلَة فقد أَكثر وأطاب