আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ
হাদীস নং: ২২৭৬
অধ্যায়ঃ কুরআন পাঠ
সূরা মুলক পাঠের প্রতি উৎসাহ দান
২২৭৬. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমি আকাঙ্ক্ষা করি যে, "তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুল্ক সূরাটি যদি প্রত্যেক মু'মিনের অন্তরে সুরক্ষিত থাকত।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন। হাকিম বলেন, এ হাদীসের সনদটি ইয়েমেনীদের নিকট সহীহ।)
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন। হাকিম বলেন, এ হাদীসের সনদটি ইয়েমেনীদের নিকট সহীহ।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة سُورَة تبَارك الَّذِي بِيَدِهِ الْملك
2276- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وددت أَنَّهَا فِي قلب كل مُؤمن يَعْنِي تبَارك الَّذِي بِيَدِهِ الْملك
رَوَاهُ الْحَاكِم وَقَالَ هَذَا إِسْنَاده عِنْد اليمانيين صَحِيح
رَوَاهُ الْحَاكِم وَقَالَ هَذَا إِسْنَاده عِنْد اليمانيين صَحِيح